বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ও মামলার কারণে পলাতক থাকায়, গাবতলী উপজেলার
৯ ইউপি চেয়ারম্যান পালিয়ে আত্মগোপন করায় তাদের ক্ষমতা খর্ব করা হয়েছে। তাদের স্থানে প্রশাসক ও প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব প্রদান করা হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বৈষম্যবিরেধী আন্দোলনে অংশ নিয়ে, গাবতলী পৌর বিএনপি নেতা মোঃ জিল্লুর রহমান ৪ আগস্ট বগুড়ায় গুলিতে নিহত হয়। তার স্ত্রী খাদিজা বাদী হয়ে ২৪ আগস্ট বগুড়া সদর থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান করে, ১৫৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৩০০/৪০০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলায় আসমী করা হয়, গাবতলী সদর ইউপি চেয়ারম্যান স্বেচ্ছাসেবক লীগনেতা ফারুক আহমেদ, দুর্গাহাটা ইউপি চেয়ারম্যান আ, লীগনেতা শাহীদুল কবির টনি, নাড়ুয়ামালা ইউপি চেয়ারম্যান উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবদুল গফুর মন্ডল, নেপালতলী ইউপি চেয়ারম্যান উপজেলা আ.লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শহীদুল ইসলাম বাবু, সুখানপুকুর ইউপি চেয়ারম্যান আ, লীগনেতা আলমগীর রহমান, সোনারায় ইউপি চেয়ারম্যান আ, লীগনেতা মুজিবুর রহমান আলতাব, কাগইল ইউপি চেয়ারম্যান আ, লীগনেতা আবদুর রশিদ, দক্ষিণপাড়া ইউপি চেয়ারম্যান আ, লীগনেতা এ্যাড. রফিকুল ইসলাম ও বালিয়াদীঘি ইউপি চেয়ারম্যান আ, লীগনেতা ইউনুছ আলী ফকিরকে।
মামলা হওয়ার পর গ্রেপ্তারের ভয়ে তারা পালিয়ে আত্মগোপন করেন। ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম ও জনগনের কাক্সিক্ষত সেবা স্থবির হয়ে পড়ে। ইউনিয়ন পরিষদের কর্মকা- অচল হয়ে পড়ায় মামলার আসামি ৯ পলাতক চেয়ারম্যানদের ক্ষমতা খর্ব করে, ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী প্রশাসক ও প্যানেল চেয়ারম্যান গনকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন করা হয়েছে।
বালিয়াদীঘি ইউনিয়নে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুসরাত জাহান বন্যা ও সুখানপুকুর ইউনিয়নে সহকারী কমিশনার (এ্যাসিল্যান্ড) এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ কে প্রশাসক,
গাবতলী সদর ইউনিয়নে শহিদুল ইসলাম সরকার বাদল, কাগইল ইউনিয়নে মুঞ্জুরুল ইসলাম, দক্ষিণপাড়া ইউনিয়নে আবু তালেব মিঠুকে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছে।
দুর্গাহাটা ইউনিয়ন পরিষদে এখনো কোন প্যানেল প্রশাসক ও প্যানেল চেয়ারম্যান দেয়া হয়নি।
১২ টি ইউনিয়ন পরিষদের মধ্য বিএনপির
৩ জন চেয়ারম্যান রয়েছে তারা হলেন, নশিপুর ইউনিয়নে ইঞ্জিনিয়ার রাজ্জাকুল আমিন রোকন তালুকদার, মহিষাবান ইউনিয়নে আবদুল মজিদ মন্ডল ও রামেশ্বরপুর ইউনিয়নে আবদুল ওহাব, তারা চেয়ারম্যানে বহাল আছেন।
নেপালতলী ইউনিয়নে ইউপি সদস্য সঞ্জয় কুমার মজুমদার, নাড়ুয়ামালা ইউনিয়নে গোলজার হোসেন হৃদয় ও সোনারায় ইউনিয়নে রাজা মন্ডল পুর্ব হতে প্যানেল চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার ইউএনও নুসরাত জাহান বন্যা উপর্যুক্ত তথ্য নিশ্চিত করেছেন।