জেলার বানারীপাড়া উপজেলার খলিশাকোটা মাধ্যমিক বিদ্যালয়ের ডিজিটাল কম্পিউটার ল্যাবে মঙ্গলবার দিবাগত গভীর রাতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। সংঘবদ্ধ চোরেরা ল্যাব থেকে ১৩টি ল্যাপটপ চুরি করে নিয়ে গেছে।
জানা গেছে, ওই স্কুলের নিচতলা ও দ্বিতীয় তলার দুটি কলাপসিবল গেট ও ডিজিটাল কম্পিউটার ল্যাবের কক্ষের মোট তিনটি তালা ভেঙ্গে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা প্রবেশ করে প্রায় ১০ লক্ষাধিক টাকা মূল্যের ১৩টি আধুনিক ল্যাপটপ চুরি করে নিয়ে যায়। ল্যাবের পাশের কক্ষে বিদ্যালয়ের নৈশপ্রহরী তাইজুল ইসলাম ঘুমানো ছিলেন। বুধবার ভোরে তিনি বের হতে চাইলে কক্ষের বাহির থেকে দরজার আটকানো দেখতে পান। এ সময় তিনি জানালা থেকে পাশের প্রাইমারী স্কুলের নৈশপ্রহরী কামালকে ডেকে তার মাধ্যমে দরজা খুলে বের হয়।
খবর পেয়ে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার ডা. অন্তরা হালদার, থানার ওসি মো. মোস্তফা, প্রধানশিক্ষক সহিদ চৌধুরী তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় ওইদিন দুপুরে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। থানার ওসি মো. মোস্তফা বলেন, বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় প্রাথমিকভাবে নৈশপ্রহরীকে জিঙ্গাসাবাদ করা হচ্ছে। পুরো ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।