মৎস্যজীবীদের হামলায় নিখোঁজ মকুল হোসেন (৪১) নামে এক পুলিশ অফিসারের লাশ পাবনার সুজানগরে পদ্মা নদী থেকে উদ্ধার হয়েছে। বুধবার সকালে সুজানগর থানা পুলিশ ও নাজিরগঞ্জ নৌ-পুলিশ পদ্মা নদীর মহনপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করে। ওই মকুল কুষ্টিয়া জেলার কুমারখালী থানার এএসআই।
সুজানগরের নাজিরগঞ্জ নৌ-পুলিশ ক্যাম্পের এসআই সাইদুল ইসলাম জানান, গত ২৮আক্টোবর ভোর রাতে অসাধু মৎস্যজীবীরা ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মা নদীর কুমারখালী উপজেলার বেলকালিয়া এলাকায় ইলিশ মাছ শিকার করছিল। খবর পেয়ে কুমারখালী থানা পুলিশের একটি দল ইঞ্জিনচালিত নৌকাযোগে মৎস্যজীবীদের গ্রেপ্তারে পদ্মা নদীর ওই পয়েন্টে অভিযান চালায়। এ সময় মৎস্যজীবীরা লাঠি সোঁটা এবং ধারালো অস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা চালায়। হামলায় ওই এএসআই মকুল আহত হয়ে নৌকা থেকে পদ্মা নদীতে পড়ে নিখোঁজ হয়। বুধবার সকাল ১০টার থেকে এলাকাবাসী পদ্মা নদীর মহনপুর এলাকায় পুলিশ অফিসার মকুলের লাশ ভাসতে দেখে সুজানগর থানা ও নৌ-পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে। লাশ ময়না তদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।