এক লাখ টাকা চাঁদার দাবিতে জেলার গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামে অবস্থিত ফারিহা পার্কে হামলা চালিয়ে ভাঙচুর করে পার্কের পরিচালককে হাতুরি পেটা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুত্বর আহত পার্কের পরিচালক ফজলুল করিম সন্যামতকে (৩৫) উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন আহত ফজলুল করিম বুধবার সকালে অভিযোগ করে বলেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ মুন্সীর কাছ থেকে গত ৫ আগস্টের পর তিনি ফারিহা পার্ক লিজ নিয়ে পরিচালনা করে আসছেন। মঙ্গলবার দুপুরে চারজন যুবক পার্কে এসে বিনা টিকিটে প্রবেশ করতে চায়। পার্ক কর্মীরা তাদেরকে টিকিট কেটে ঢুকতে বললে কর্মীদের গালিগালাজ করে। একপর্যায়ে ওই যুবকরা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক রোকনুজ্জামানের ঘনিষ্ট সহযোগি মিন্টু সন্যামতকে খবর দেয়। এ সময় মিন্টু তার সহযোগিদের নিয়ে পার্কে এসে ভাঙচুর চালায়। এ সময় হামলাকারীরা আমার (ফজলুল) কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি আরও জানান, চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় মিন্টু ও তার সহযোগিরা হাতুড়ি দিয়ে পিটিয়ে আমাকে রক্তাক্ত জখম করে।
অভিযোগ অস্বীকার করে মিন্টু সন্যামত বলেন, আমার এক আত্মীয় তার বন্ধুদের নিয়ে পার্কে ঘুরতে যায়। এ সময় পার্কের কর্মীরা তাদের সাথে খারাপ আচরণ করেছে। বিষয়টি জানতে গিয়ে আমিও পার্ক পরিচালক ও কর্মী দ্বারা হামলার শিকার হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছি। গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, খবরপেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।