কুড়িগ্রামের রাজারহাটে ২০২৪-২৫অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রনোদণা কর্মসূচির আওতায় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১৯’শ প্রকৃত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার(৩০অক্টোবর) সকালে রাজারহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারি কমিশনার(ভূমি) আশাদুল হক। এ সময় বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রহমত আলী, রাজারহাট থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, উপজেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল হক, উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা কৃষিবীদ হৈমন্তী রানী ও প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত। পরে প্রতিজন কৃষককে উন্নত জাতের ১কেজি সরিষা বীজ, ১০ কেজি টিএসপি ও ১০কেজি পটাশ সার দেয়া হয়েছে।