খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা ছাত্রদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ অক্টোবর মঙ্গলবার দুপুরে উপজেলা কমিউনিটি সেন্টারে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এন আফছার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এ্যাড. আবদুল মালেক মিন্টু, মো: মোশাররফ হোসেন ও অনিমেষ চাকমা রিংকু। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল আলম সুমন। সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক উথোয়াইচিং মারমা (উত্তম)। সাবেক ছাত্রদল নেতা আনিসুর রহমান আনিছ এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মো: ফোরকান হাওলাদার, সাধারণ সম্পাদক মো: মোবারক হোসেন, সাংগঠনিক সম্পাদক মো: শামসুল ইসলাম, সহ-সভাপতি মো: দেলোয়ার হোসেন ফরাজি, উপজেলা যুবদলের আহ্বায়ক মো: মকবুল আহমেদ, জেলা ছাত্রদল নেতা মো: জাহিদ হোসেন ও টীম লিডার মো: দেলোয়ার হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ছাত্রদল সব সময় সেবকের ভূমিকায় থাকে। কেউ অসুস্থ হলে এ্যাম্বুলেন্সটি আনার কাজটি যেমন করে তেমনি কেই বিপদে পড়লে তার পাশেও দাঁড়ায় ছাত্রদল। ছাত্রদল আদর্শ দিয়ে নেতৃত্ব প্রমাণ করতে হবে। প্রতিটি বাড়ি-বাড়ি গিয়ে ওয়াদুদ ভূইয়ার হাতকে শক্তিশালী করতে অগ্রনী ভূমিকা পালন করতে হবে ছাত্রদলকেই। ছাত্রদলের কোনো নেতা-কর্মী অনৈতিক কাজে জড়াতে পারে না। নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, সাধারণ মানুষের ক্ষতি হয় এমন কোনো কর্মকাণ্ডে জড়ালে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে হুশিয়ার করা হয়। বিএনপি জনগনের জন্য কাজ করে। আগামীতেও সম্মিলিত প্রচেষ্টায় ওয়দুদ ভূইয়াকে এমপি নির্বাচিত করে এই এলাকার মানুষের কল্যাণে কাজ করার সুযোগ দেয়ার আহবান জানিয়ে পাহাড়ি-বাঙ্গালি সকল সম্প্রদায়ের পাশে গিয়ে কাজ করার আহবান জানান।