আশুগঞ্জে জীপগাড়িসহ ০৩ জন মাদককারবারী ও চোরাচালানীকে আটক করেছে আশুগঞ্জ থানা পুলিশ।
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে পৃথক দুটি অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
থানা সুত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানে আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ বিল্লাল হোসেনের নেতৃত্বে ও আশুগঞ্জ থানার এসআই এসআই (নিরস্ত্র) গাজী রবিউল ইসলাম ও অপর অভিযানে এসআই (নিরস্ত্র) মোঃ শফিকুল ইসলাম, এএসআই (নিরস্ত্র) মো: হাসমত আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল উদ্বার করে।
প্রথম অভিযানে আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজা এলাকা হতে
অভিযানকালে ভারতীয় ১০৭০ পিচ উধরৎু গরষশ চকেলট, নগদ ৪০,০০০/-টাকা,একটি জিপ গাড়ী উদ্ধার পূর্বক ০২ জন আসামীকে গ্রেপ্তার করে এবং লালপুর ইউপি'র হোসেনপুর চ্যাংগামোড়া উত্তরপাড়া ধন মিয়া হাজি দোকানের সামনে কাঁচা রাস্তার উপর থেকে ১৯৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন নোয়াখালী জেলার চাটখিল থানার দরগাহ বাজার এলাকার নুর মোহাম্মদের ছেলে মাহাফুজ আলম(৫০)
(যার বর্তমান ঠিকানাঃ ৯১/২, মধ্য হাজী নগর, স্টাপ কলেজের পাশে, থানা-ডেমরা, ডিএমপ ঢাকা),ডিএমপি ঢাকার ডেমড়া থানার পশ্চিম টেংরার কেনেলপাড়ের জালাল আহাম্মদের ছেলে মোঃ শওকত আকবর (৪৮) এবং অপরজন হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার শরীয়তনগরের কাজী আবদুল মজিদের ছেলে মোঃ
ফাহিম (২০)।
গ্রেফতারকৃত আসামীদ্বয দীর্ঘদিন ধরে মাদক ও চোরাচালানী ব্যবসা করে আসছে।
গ্রেফতারতৃতদের বিরুদ্ধে মামরা প্রক্রিয়াধীন।
এ বিষয়ে আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ বিল্লাল হোসেন জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।