ভোলার দৌলতখানে বিএনপির অঙ্গ সংগঠনের দুই কর্মী মারপিটে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। আহত ওই দুই কর্মী হচ্ছে উপজেলার চরখলিফা ইউনিয়ন যুবদলের ৬ নং ওয়ার্ড কমিটির সদস্য রাশেদ ও একই ওয়ার্ডের সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জুয়েল। মারপিটের ঘটনাটি ঘটেছে সোমবার রাতে উপজেলার চরখলিফা ইউনিয়নের দলিল উদ্দিন খায়ের হাটে। ২৯ অক্টোবর মঙ্গলবার দৌলতখান হাসপাতালে সরজমিন গিয়ে দেখা জায়, রাশেদ পুরুষ ওয়ার্ডে ১ নং সিটে এবং জুয়েল ৪ নং সিটে চিকিৎসাধীন আছে। আহত জুয়েলের চাচা ও সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আমজাদ জানায়, সোমবার রাতে উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাজহারুল দলিল উদ্দিন খায়ের হাটে যায়। এ সময় বাজারের ব্যবসায়ী ও আওয়ামী লীগ কর্মী ইসমাইল, আমির হোসেন ও তফাজ্জল বাগা তাদের উপর হামলা করে বিএনপির এ কর্মীদেরকে আহত করে। মারপিটের সময় জুয়েল মোবাইলে ভিডিও করায় তাকে ব্যাপক মারপিটে আহত করা হয়। এ ঘটনায় আহত জুয়েল ও রাশেদের স্বজনরা চরখলিফা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক পান্নু মিয়ার কে দায়ী করেন।
পান্নু মিয়া সাংবাদিকদের জানান, মারপিটের ঘটনায় জুয়েল ও রাশেদের মাত্রাতিরিক্ত অশালীন আচরণের কারণে হয়েছে।