ইসলামী বিশ্ববিদ্যালয়ের দারুস্-সুন্নাহ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন কার্যনির্বাহী সংসদের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মোঃ আবদুল আহাদ এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ হাসিবুর রহমান দায়িত্ব পেয়েছেন।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে সংগঠনটির সম্মানিত উপদেষ্টাদের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির ঘোষণা দেওয়া হয়।
নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন - সহসভাপতি মোঃ মনিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাজাম্মুল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইয়্যেদ ওসমান বিন হাসনাইন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ আহসান হাবিব অর্থ সম্পাদক মোঃ জুবায়ের নেছারী, যুগ্ম অর্থ সম্পাদক এইচ এম আরাফাত, প্রচার সম্পাদক মোঃ মহিউদ্দিন, উপ প্রচার সম্পাদক মোঃ সালেক মাহমুদ, দপ্তর সম্পাদক খালিদ হাসান, উপ দপ্তর সম্পাদক মোঃ আবু বকর, গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদক আবদুল হামিদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম নেছারী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নিয়াজ মোর্শেদ, এবং কার্যনির্বাহী সদস্যরা হলেন ইসমাইল রাহাত, মাজহারুল ইসলাম, ওলিউল্লাহ, গোলাম রাব্বী ও খালিদ সাইফুল্লাহ।
সাধারণ সম্পাদক মোঃ হাসিবুর রহমান বলেন, “দারুস্-সুন্নাহ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন গঠনের মূল লক্ষ্য হলো ছারছীনা দারুচ্ছুন্নাহ কামিল মাদ্রাসার সাবেক শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, বন্ধুত্ব এবং সহযোগিতার সম্পর্ক গড়ে তোলা। আমরা ইসলামি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পাশাপাশি ইসলামি মূল্যবোধ ছড়িয়ে দিতে চাই।”
সভাপতি মোঃ আবদুল আহাদ বলেন, “আমাদের সংগঠন শুধু শিক্ষা ও আদর্শের প্রচার নয়, বরং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একে অপরকে সমর্থন করে এগিয়ে যাওয়ার একটি প্ল্যাটফর্ম। আমরা ইসলামি চেতনার বিকাশে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাব।”