চট্টগ্রাম টেস্টের প্রথম দিন একক আধিপত্য দেখিয়ে শেষ করল দক্ষিণ আফ্রিকা। সারা দিনে কেবল দুইবার উইকেট উৎসবের উপলক্ষ পেয়েছে বাংলাদেশ, আর বাকি সময়ের পুরোটাই গিয়েছে হতাশায়। বিপরীতে, জোড়া সেঞ্চুরিতে স্বস্তির বাতাস বইছে প্রোটিয়াদের ড্রেসিংরুমে। আলোক স্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আগেই শেষ হয় দিনের খেলা, ২ উইকেট হারিয়ে ৮১ ওভারে দক্ষিণ আফ্রিকার রান ৩০৭। ২১১ বল খেলা টনি ডি জর্জি ১৪১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। ব্যক্তিগত ১০৬ রানে ট্রিস্টান স্টাবসের আউটের পর শেষ বেলায় জর্জি উইকেটে কাটিয়ে দেন ডেভিড বেডিংহামকে নিয়ে। তার ব্যাট থেকে রান এসেছে ১৮। এর আগে একে একে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরির দেখা পান টনি ডি জর্জি ও ট্রিস্টান স্টাবস। এই দুই ব্যাটারের জন্যে সাগরিকার ভেন্যু যেন আশীর্বাদ হয়ে এলো। ৬৯ রানে প্রথম উইকেট হারানোর পর দক্ষিণ আফ্রিকা সাবলীল ক্রিকেট খেলেছে। দুই উইকেট হারালেও তিন সেশনের পুরোটাই ছিল তাদের নিয়ন্ত্রণে। বল হাতে এদিন তাইজুল ইসলাম একাই নিয়েছেন দক্ষিণ আফ্রিকার দুই উইকেট। বাকি চার বোলার ছিলেন উইকেটশূন্য। তবে তাইজুল বল করেছেন মোট ৩০ ওভার, যেখানে রান দিয়েছেন ১১০। ২ উইকেটে ৩০৭ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। ওভারপ্রতি রান উঠেছে ৩.৭৯।মাহিদুল ইসলাম অঙ্কনের গ্লাভস ফসকে ব্যক্তিগত ৬ রানে থাকাকালীন জীবন পান টনি ডি জর্জি। এরপর হয়ে ওঠেন আরও ভয়ঙ্কর। তারপর সেঞ্চুরি হাঁকিয়ে ১৪১ রানে ব্যাটিং করছেন। তাকে সঙ্গ দেওয়া ট্রিস্টান স্টাবসও ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকিয়ে আউট হন ১০৬ রানে।