অন্তবর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন দিনাজপুরের চিরিরবন্দরের ঘিনা মোহাম্মদ শাহ ওয়াকফ এষ্টেট পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন। গতকাল ২৯ অক্টোবর মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলার ফতেজংপুর ইউনিয়নের পলাশবাড়ি জব্বারিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসায় ঘিনা মোহাম্মদ শাহ ওয়াকফ এষ্টেট কমিটি ও ওয়ারিশদের সঙ্গে মতবিনিময় করেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। মতবিনিময় সভায় প্রধান অতিথি ড. আ ফ ম খালিদ হোসেন ওই ওয়াকফ এষ্টেট নিয়ে সৃষ্ট জটিলতা নিরসন কল্পে উভয়পক্ষের যুক্তিতর্ক মনোযোগসহকারে শ্রবণ করেন এবং তা কাটিয়ে ওঠার জন্য সংশ্লিষ্টদের নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করার পরামর্শ প্রদান করেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ কে এম শরীফুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফজলে এলাহী, অ্যাকাডেমিক সুপারভাইজার প্রাণকৃষ্ণ ঘরামী, পলাশবাড়ি জব্বারিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. রেজাউল ইসলামসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।