লক্ষ্মীপুরের রামগতিতে মানবদেহের জন্য ক্ষতিকর ধানের কুড়া ও ইটের গুড়া মিশ্রিত ভেজাল মরিচ ও হলুদের গুড়া জব্ধ করেছে আইনশৃঙ্খলা রক্ষ্মাকারী বাহিনী। সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হাজিগঞ্জ বাজারে একটি মিলে যৌথ বাহিনী অভিযান চালিয়ে এসব ভেজাল মরিচ-হলুদের গুড়া জব্ধ করা হয়। এ সময় মিল মালিক কামাল উদ্দিন আজাদকে আটক করা হয়। আজাদ চর আলগী ইউনিয়নের চর নেয়ামত গ্রামের মো. মাহফুজুর রহমানের ছেলে। আজাদের বাবা মাহফুজুর রহমান ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন। জব্ধকৃত মালামালগুলো হচ্ছে, ৯টি প্লাষ্টিকের বস্তায় ৩২০ কেজি ভেজালকৃত মরিচের গুড়া, ৫টি প্লাষ্টিকের বস্তায় ২৫০ কেজি ভেজালকৃত হলুদের গুড়া এবং ৫টি প্লাষ্টিকের বস্তায় ৮৫ কেজি ধানের কুড়া।
এই ঘটনায় রামগতি থানার উপপরিদর্শক (এসআই) মো. অলিউল্যাহ বাদি হয়ে মিলের মালিক কামাল উদ্দিন আজাদ, মিলের মিস্ত্রী মো. মিরাজ এবং ভেজাল মরিচ-হলুদ সরবরাহকারী মো. মোশারেফকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা দায়ের করেছেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে আজাদ তার রাইচ এবং মসলা ভাঙ্গার মিলে ভেজাল মরিচ-হলুদের গুড়া তৈরির করতেন। এসব ভেজাল হলুদ ও মরিচের গুড়া অসাধু ব্যবসায়ীর মাধ্যমে উপজেলার ছোট-বড় হাট-বাজারে বিক্রি করে আসছেন।
পুলিশ জানায়, উপজেলার হাজীগঞ্জ বাজারে আজাদের রাইচ মিল এবং মসলা ভাঙ্গার মিলে ভেজাল মরিচ-হলুদ গুড়া করে উপজেলার বিভিন্ন বাজারে সরবরাহ করে। খবর পেয়ে পুলিশ এবং সেনাবাহিনী যৌথ অভিযান চালায়। এ সময় মিল থেকে ৮টি প্লাষ্টিকের বস্তায় ২৯৫ কেজি ভেজালকৃত মরিচের গুড়া এবং ৫টি প্লাষ্টিকের বস্তায় ৮৫ কেজি ধানের কুড়াসহ মিলের মালিক আজাদকে আটক করা হয়। পরে আজাদের স্বীকারোক্তি অনুযায়ী আলেকজান্ডার ইউনিয়নের সেবাগ্রাম এলাকার মোস্তফা পন্ডিতের বাড়িতে অভিযান চালিয়ে সরবারাহকারী মোশারেফের বসতঘর থেকে একটি প্লাষ্টিকের বস্তায় ২৫ কেজি ভেজালকৃত মরিচের গুড়া, ৫টি প্লাষ্টিকের বস্তায় ২৫০ কেজি ভেজালকৃত হলুদের গুড়া জব্ধ করা হয়। মোশারেফ ওই মিলে ভেজালকৃত মরিচ-হলুদ ভাঙ্গিয়ে বসতঘরে মওজুদ করে বিভিন্ন বাজার এবং বিভিন্ন গ্রামে লোকজনের নিকট বিক্রি করতেন।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, এই ঘটনায় ভেজাল মাল বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে মিলের মালিকসহ তিন জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় আটক মিলের মালিক আজাদকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। অপর আসামীদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।