কুড়িগ্রামের রাজারহাটে কিশোরীর শ্লীলতাহানী করায় ভ্রাম্যমাণ আদালতে আল আমীন (২২) নামের এক যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। দন্ডপ্রাপ্ত যুবক উপজেলার চাকিরপশার ইউনিয়নের সোনাবর গ্রামের সফর আলীর ছেলে।
পুলিশ জানায়, সোমবার (২৮অক্টোবর) সন্ধ্যায় আল আমীন (২২) একই গ্রামের হিন্দু পরিবারের এক কিশোরীকে জাপটে ধরে তার স্পর্শকাতর স্থানে হাত দেয়। এ সময় কিশোরীর চিৎকার শুনে এলাকাবাসী ছুটে এসে ওই যুবককে আটক করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আশাদুল হকসহ পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে আটক আলআমিনকে জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনার সত্যতা স্বীকার করে। পরে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট তাকে ৬মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।