ব্রাহ্মণবাড়িয়ার সরাইল পিডিবি’র উপণ্ডসহকারী প্রকৌশলী আতিক উল্লাহর কান্ডে হতবিহবল হয়ে পড়েছেন বৈধ গ্রাহক স্বাধীন মিয়া (২৩)। শেষ সম্বল অটোরিকশাটি বিক্রি করে দুই কাগজে জরিমানা ১৮ হাজার ৫৮৭ টাকা জমা দিয়ে মিটার ফেরৎ চাইলে স্বাধীনকে ‘বানচুদ’ বলে গালিদিয়ে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। চোখের পানি ছেড়ে ঢুকরে কাঁদতে থাকেন স্বাধীন। এই ঘটনায় ক্ষুদ্ধ হয়ে প্রতিবাদ করেছেন পিডিবি’র অস্থায়ী কর্মচারী মো. আল-আমীন। বিষয়টি শুনে মর্মাহত হয়েছেন অফিসে ও বাহিরে অবস্থানরত ২০-৩০ জন গ্রাহক। মঙ্গলবার দুপুরের দিকে সরাইল পিডিবি অফিসে এই ঘটনাটি ঘটেছে। গত ১৫-২০ দিন ঘুরে এখনো মিটার ও সংযোগ পাঁচ্ছে না অটোরিকশা চালক স্বাধীন। মিটার না দেয়ার কথা স্বীকার করলে গালির বিষয়টি অস্বীকার করেছেন প্রকৌশলী।
অনুসন্ধান, ভুক্তভোগি গ্রাহক ও স্থানীয় একাধিক সূত্র জানায়, গত ৫ই আগষ্টের পর সরাইল পিডিবি’র কতিপয় উপসহকারী প্রকৌশলী অবৈধ সংযোগ ধরা ও বিচ্ছিন্নের নামে লুটপাটের রামরাজত্ব কায়েম করে চলেছেন। তাদের সাথে যাদের যোগাযোগ নেই তাদের গ্যারেজ ও বাড়িতেই চলছে অভিযান। গভীর রাতে অফিস থেকে রওনা দেওয়ার সময় তাদের পছন্দের গ্রাহককে কৌশলে সতর্ক করেন। আর যাদেরকে ধরেন তাদের মধ্যে বিশেষ সুবিধায় জরিমানার পরিমান এদিক-সেদিক করার এন্তার অভিযোগ উঠে আসছে। সামান্য কারণে দূর্বল গ্রাহকদের উপর মাত্রাতিরিক্ত জরিমানা চাপিয়ে দেওয়ার অভিযোগও রয়েছে অনেক। গত ২০-২২ দিন আগে উপজেলার গুনারা গ্রামে অভিযানে যান প্রকৌশলী আতিক উল্লাহ। গ্রাহক সৌদী প্রবাসী কাজল মিয়া। তিনি নেই। আছেন তার স্ত্রী ছেলে মেয়ে বৃদ্ধ মা ও ছোট ভাই স্বাধীন। দরিদ্র পরিবার। স্বাধীন অটোরিকশা চালিয়ে জীবন নির্বাহ করছে। কাজলের নামের মিটারের বাহিরে একটি ক্যাবলের গোড়ায় পুড়া দেখতে পান প্রকৌশলী। সন্দেহ করে সংযোগ বন্ধ করে মিটারটি নিয়ে আসেন তিনি। পরিবারের সদস্যদের কষ্ট সহ্য করতে না পেরে অফিসে ধরণা দিতে থাকে স্বাধীন। এক সপ্তাহ ঘুরেও স্বাধীন কোন কুলকিনারা করতে পারেনি। নিরূপায় হয়ে অফিসের অস্থায়ী কর্মচারী আল-আমিনের শরনাপন্ন হন। আল-আমিনের সহায়তায় মনগলে প্রকৌশলীর। মিটার বা সংযোগ কাজলের নামে। প্রকৌশলী ১৭ হাজার ৮৩১ টাকা জরিমানার বিল তৈরী করেন স্বাধীনের নামে। আবার আরসিডিসি বিল করেন ৭৫৬ টাকা। মোট ১৮,৫৮৭ টাকা নেই স্বাধীনের হাতে। বাধ্য হয়ে আয় রোজগারের শেষ সম্বল অটোরিকশাটি বিক্রি করে দিলেন স্বাধীন। দুটি বিলের টাকাই গত ২০ অক্টোবর জনতা ব্যাংক সরাইল শাখায় জমা দেন স্বাধীন। স্বাধীন বিল প্রদানের কাগজ নিয়ে মঙ্গলবার প্রকৌশলী আতিক উল্লাহর কাছে যান। কিন্তু মিটার তো দূরের কথা স্বাধীনকে পাত্তাই দেননি তিনি। নিরূপায় হয়ে স্বাধীন অস্থায়ী কর্মচারী আল-আমিনের কাছে যান। আল-আমিন স্বাধীনকে ওই প্রকৌশলীর কাছে নিয়ে যাওয়ার পরই ক্ষীপ্ত হয়ে গ্রাহক স্বাধীনকে ‘বানচুদ’ বলে গালি দিয়ে বেরিয়ে যান আতিক উল্লাহ। মিটার পেলেন না স্বাধীন। গালি খেয়ে চোখের ছেড়ে দিয়ে ঢুকরে কাঁদতে লাগলেন। বিষয়টি জেনে ভেতরে বাহিরের ২০-৩০ জন গ্রাহক খুবই ক্ষুদ্ধ হয়েছেন। তখনই স্বাধীনের সাথে দেখা হয়ে যায় প্রতিবেদকের। স্বাধীন তখন পুরো ঘটনা খুলে বলেন। ঘটনার সত্যতা স্বীকার পিডিবি অফিসের অস্থায়ী কর্মচারী আল-আমিন বলেন, আতিক উল্লাহ স্যার নিজের ইচ্ছামত যত জরিমানা করেছেন যে করেই হউক ততই জমা দিয়েছে স্বাধীন। তারপরও তার মিটার ও সংযোগ দিচ্ছেন না। ঘুরতে ঘুরতে স্বাধীন হয়রান হয়ে পড়েছে। সেও তো কাজ করে পেট চালায়। কত ঘুরবে? আমার সামনে স্যারে মিটার চাওয়ায় স্বাধীনকে বানচুদ বলে গালি দিয়ে চলে গেলেন। একজন গ্রাহকের সাথে উনি এমন ব্যবহার করতে পারেন না। স্বাধীন বলেন, আমার অপরাধ কী? তা বুঝলাম না। উনি জরিমানা করলেন। আমি জমা দিলাম। আর কী বাকি আছে? পরিবারের সকলে কষ্ট করছেন। তাই মিটারটা চাইলাম। তিনি আমাকে গালি মারলেন। আমরা কী ফ্রি বিদ্যুৎ ব্যবহার করছি? উনি কি জরিমানা জমা দেওয়ায় রেগে গেছেন কিনা বুঝতে পারছি না। আমার কাছে আর এক টাকাও পাবেন না। তাই আমি দ্রƒত মিটার ও সংযোগ চাই। অভিযুক্ত উপসহকারী প্রকৌশলী মো. আতিক উল্লাহ গ্রাহক স্বাধীন জরিমানাসহ সকল টাকা জমা দেয়ার কথা স্বীকার করে বলেন, অভিযোগ পেয়েছি জনৈক মহিলার কাছ থেকে স্বাধীন টাকা নিয়েছে সেটা ফেরৎ দিয়ে মিটার নিতে বলেছি। আমি তাকে গালি দেয়নি। আমার কাছে পাঠান জিজ্ঞেস করি। প্রসঙ্গত: গত কয়েক দিন আগে চুন্টা এলাকায় জুয়েল নামের এক যুবকের গ্যারেজে গিয়ে অযথা চুরির লাইনের অভিযোগ তুলে বেকায়দায় পড়েছিলেন ওই প্রকৌশলী। চ্যালেঞ্জ করে লোকজন জড়ো হতে শুরূ করেছিল। এমনকি প্রকৌশলীকে নাজেহাল করার প্রস্তুতিও চুড়ান্ত করে ফেলেছিল। পরে অন্যান্য কর্মচারিরা কৌশলে সেখান থেকে ওই প্রকৌশলীকে কোন রকমে রক্ষা করেছিলেন।