কুড়িগ্রামের চিলমারীতে উপজেলার সম্ভাবনা ও সমস্যা নিয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানার সাথে সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, স্থানীয় সুধীজন ও সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) নঈম উদ্দিন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা, উপজেলা জামায়াতের সভাপতি(ভারপ্রাপ্ত) অধ্যাপক মোঃ নুর আলম মুকুল, মুক্তিযোদ্ধা আবদুর রহিম, রমনা মডেল ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম আশেক আকা, চিলমারী প্রেস ক্লাবের সভাপতি মোঃ নজরুল ইসলাম সাবু, নাজমুল হুদা পারভেজ, আবু জেয়ারত আজাদ বিপ্লব, সাওরাত হোসেন সোহেল প্রমুখ।