কাহারোলে সবুজের সমারহ এবার আমন ধান চাল আকারে উৎপাদনের লক্ষ মাত্রা ৪৯ হাজার ৪৪৫ মেট্্িরক টন উৎপাদনের সম্ভাবনা
দিনাজপুরের কাহারোল উপজেলায় সবুজ প্রান্তরে কৃষকের সপ্ন উপজেলার প্রতিটি আমন ক্ষেতে সবুজ ঘেরা রুপের অবয়ব। চারিদিকে যেন কার্তিক এর আগমনের বার্তায় নবানের হাতছানি দিচ্ছে কৃষকের ঘরে ঘরে।
আর বিশ,পঁচিশ দিন পরেই আমন ধানের ক্ষেতে ক্ষেতে দেখা মিলবে কৃষক কৃষাণিদের ব্যস্ততা। অনেকে দিনের আলোয় ধানের ক্ষেতে আমনের শীষে শিশির বিন্দু দেখে পুলকিত মনে সবুজের প্রান্তর দেখে আসায় বুক বেধে আমন ধানের ক্ষেত থেকে বাড়ি ফিরছে। ভরসা প্রকৃতির বারি ধারা। ধান কাটা মারাই আর বাড়িতে ধান তুলবে এটাই এখন কৃষকের আশা।
কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর সুত্রে জানা যায়, এবার আমন রোপন মৌসুমে আবাদের লক্ষ্য মাত্রা ছড়িয়ে গেছে। এবার উপজেলায় ১৫হাজার ৩৩৯ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্য মাত্রা নির্ধারন করা হয়্। তা ছড়িয়ে ১৫ হাজার ৫০০ হেক্টর জমি।
কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের কৃষি কর্মকর্তা মল্লিকা রানী শেহানবীশ বলেন আবহাওয়া অনুকুলে থাকায় আমনের বাম্পার ফলনের আশা করছে কৃষি বিভাগ।আগাম জাতের প্রায় ৮০০ হেক্টর জমির আমন ধান ইতোমধ্যে কাটা হয়েছে।
কাহারোল উপজেলার ডুডিয়া গ্রামের কৃষক নীল প্রসাদ বলেন তিনি ৪ একর জমিতে আমন ধান লাগিয়েছেন। আগামী ১ মাসের মধ্যে ধান কাটা যেতে পারে, কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা বুলবুল আ্হমেদ ও এ এস এম আবদুর রহিম আমাদের এলাকায় কৃষকদের সকল প্রকার পরামর্শ দিচ্ছেন। অপর কৃষক লক্ষি কান্ত রায় বলেন এলাকার বিস্তৃর্ন আমন ধানের জমি এখন সবুজে সমারহ বিরাজ করছে।