মাদ্রাসা শিক্ষক আহমাদুল্লাহ আহম্মদ হুজুরের নেতৃত্বে ছাত্ররা মাটি এনে মাদ্রাসার উঠানে রাখছিলো। পরিবারের সবার আদরে বেড়ে ওঠা ইয়াসিন কখনোই শ্রমমূলক কাজ করেনি। তাই ক্লান্ত হয়ে পাকা ঘরের মেঝেতে বসে পরে ইয়াসিন।
এতে ক্ষিপ্ত হয়ে মাদ্রাসার অপর শিক্ষক রায়হান হাওলাদার শিশু ইয়াসিনকে এলোপাথারিভাবে পেটানোর একপর্যায়ে তার (ইয়াসিন) বুকে সজোরে লাথি মারে। এতে ইয়াসিন দেয়ালে ধাক্কা খেয়ে পরে গিয়ে অজ্ঞান হয়ে যায়।
এরপর ইয়াসিনকে কাঁথা দিয়ে পেঁচিয়ে আবদুর রব মিয়া, রায়হান হাওলাদার, আহমাদুল্লাহ আহম্মদসহ কয়েকজনে মিলে মাদ্রাসার গুদাম ঘরে রাখেন। পরে রাতে ইয়াসিনের লাশ গুম করার উদ্দেশ্যে নদীতে ফেলে দেওয়া হয়। এমনই অভিযোগ এনে ভাইয়ের হত্যার বিচার চেয়ে থানায় মামলা দায়ের করেছেন নিহত মাদ্রাসা ছাত্র সৈয়দ আল-ইয়াসিনের ভাই সৈয়দ আল রুম্মান।
মামলায় জেলার বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের আউয়ার দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক মো. রায়হান হাওলাদার, অধ্যক্ষ আবদুর রব মিয়া, শিক্ষক আহমাদুল্লাহ আহম্মদ, পরিচালনা কমিটির সভাপতি আলমগীর হাওলাদার ও শিক্ষক রব মিয়ার ছেলে সাইফুল্লাহকে আসামি করা হয়েছে। মঙ্গলবার সকালে মামলা দায়ের সত্যতা স্বীকার করে থানার ওসি (তদন্ত) মো. মোমিনউদ্দিন জানিয়েছেন, আসামিদের গ্রেপ্তারের জন্য ইতোমধ্যে পুলিশ অভিযান শুরু করেছে।
এর আগে গত ১৯ অক্টোবর বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের আউয়ার দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার হেফজ বিভাগের ছাত্র সৈয়দ আল-ইয়াসিনের মরদেহ মাদ্রাসার পাশের খাল থেকে উদ্ধার করা হয়। উপজেলার বড় চাউলাকাঠি গ্রামের মৃত মো. সিরাজুল হক মিয়ার ছেলে ইয়াসিন দুইদিন আগে অর্থাৎ ১৭ অক্টোবর রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিলো।
এজাহারে মামলার বাদি নিহতের ভাই সৈয়দ আল রুম্মান অভিযোগ করেন, গত জুলাই মাসে ইয়াসিনকে ওই মাদ্রাসায় ভর্তি করা হয়। সে পবিত্র কোরআন শরীফের ২৮ পাড়ার হাফেজ ছিলো। গত ১৭ অক্টোবর মাদ্রাসার অধ্যক্ষ আবদুর রব মিয়া তার মায়ের কাছে ফোন দিয়ে জানান, ইয়াসিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এজাহারে রুম্মান আরও উল্লেখ করেন, ইয়াসিনের দাফনের পর মাদ্রাসায় গিয়ে অন্য ছাত্রদের মাধ্যমে ঘটনার মূল রহস্য জানতে পেরে তিনি হত্যা মামলা দায়ের করেছেন।