মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার পদ্মা নদী থেকে সরকারী আদেশ অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে অভিযান চালিয়ে ৭ জেলেকে আটক করে কারাদণ্ড দেয়া হয়।
সেই সাথে ৯ লক্ষ ৯৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে তা পুড়িয়ে নষ্ট করা হয়।
উক্ত অভিযান থেকে প্রায় ২০০ কেজি ইলিশ জব্দ করা হয়। জব্দ কৃত মাছ মাওয়া, হলদিয়া ও কনকসারের মাদ্রাসাতে বিতরন করা হয়।
সোমবার লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. কায়েসুর রহমান এই অভিযান পরিচালনা করেন।
তিনি জানান, লৌহজং উপজেলার সিডার চর, বাবুর চর, যশলদিয়া থেকে মৎস্য সম্পদ সংরক্ষণ ও সুরক্ষা আইন,১৯৫০ এর আওতায় অভিযান চালিয়ে প্রায় ৯ লক্ষ ৯৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ ও তা পুড়িয়ে বিনষ্ট করা হয়। ওই অভিযান থেকে প্রায় ২০০ কেজি ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত মাছ মাওয়া মাদ্রাসা, হলদিয়া মাদ্রাসা ও কনকসার মাদ্রাসা তে বিতরণ করা হয়। অভিযানের সময় সরকারি আদেশ অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে সাত জেলেকে দন্ডবিধি,১৮৬০ এর ১৮৮ ধারায় ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। তবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।