বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রজব আলী নামে চিকিৎসাধীন এক রোগির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে মৃত ব্যাক্তির স্বজন কর্তৃক একজন মহিলা ডাক্তার শারিরীকভাবে লাঞ্চিত ও হামলার শিকার হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘটনাটি ঘটেছে ২৮ অক্টোবর দিবাগত রাতে।
জানা যায়, বাসু মিয়ার ছেলে রজব আলী(৩৮) সোমবার সন্ধ্যা সাড়ে ৫ ঘটিকার সময় অসুস্থ হয়ে চিকিৎসার জন্য বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। রাত সাড়ে ৭ ঘটিকার সময় চিকিৎসাধীন অবস্থায় রজব আলী মারা য়ায়। মৃত রজব আলীর বাড়ী বকশীগঞ্জ পৌর শহরের চরকাউরিয়া সীমারপাড় গ্রামে। রজব আলীর মৃত্যুর পর তার স্বজনরা অভিযোগ করেন ডাক্তারের অবহেলা আর অপণ্ডচিকিৎসার কারণে চিকিৎসারত রজব আলীর মৃত্যু হয়েছে। এই নিয়ে রজব আলীর স্বজনদের সাথে কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আসমা লাবনীর বাক বিতন্ডা হয়। একপর্যায়ে মৃত রজব আলীর স্বজনরা উত্তেজিত হয়ে ডাক্তার আসমা লাবনীর উপর হামলা করে উত্তেজিত স্বজনরা ডাক্তার আসমা লাবনীকে শারিরীকভাবেও লাঞ্চিত করেন। এ অবস্থায় সহকর্মীদের সহায়তায় ডাক্তার আসমা লাবনী ঘটনাস্থল ত্যাগ করে হাসপাতালের একটি কক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করে দেন। সেসময় মৃত রজব আলীর স্বজনরা ওই কক্ষের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করার চেষ্টা করে। ঘটনার খবর পেয়ে বকশীগঞ্জ থানার পুলিশ ও বিএনপির নেতৃবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত লোকদের কবল থেকে ডাক্তার আসমা লাবনীকে উদ্ধার করে তার সরকারী বাসভবনে পৌঁছে দেয়।