সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা, চোরাচালান প্রতিরোধ, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা সোমবার (২৮ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ মৃধা, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আবদুল হাকিম, কুশলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্যাহ, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, রতনপুর ইউপি চেয়ারম্যান এম আলীম আল রাজি টোকন, মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদৌস মোড়ল, রোকেয়া মনসুর মহিলা কলেজের শিক্ষক সৈয়দ মাহমুদুর রহমান প্রমুখ। সভায় উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, বিজিবি’র কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।