রাজশাহীর পুঠিয়ায় নিষিদ্ধ পলিথিনের ব্যবহার ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতি নজরদারির অভাবে পলিথিনের ব্যবহার বন্ধ হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। উপজেলায় ছোট-বড় প্রায় অর্ধশতাধির হাট বাজার রয়েছে। বর্তমান সরকার পলিথিনের ব্যবহারের ওপর কড়াকড়ি আরোপ করেছেন। কিন্তু উপজেলা জুড়ে সর্বত্র প্রকাশ্যে পলিথিন ব্যবহার করতে দেখা যাচ্ছে। কৃষি পণ্য উৎপাদনের জন্য সীমিত পরিসরে পলিথিন ব্যবহার করতে পারবে বলে জানা গেছে। উপজেলায় বড় দু’টি হাট রয়েছে। বানেশ্বর এবং ঝলমলিয়া। উত্তরবঙ্গের বেশ কয়েকটি হাটের ভেতর অন্যতম হাট হলো বানেশ্বর। সপ্তাহে শনি এবং মঙ্গলবার বানেশ্বর আর সোম ও বৃহস্পতিবার ঝলমলিয়ায় হাট বসে। ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশে হওয়ায়,দেশের বিভিন্ন প্রান্ত হতে হাজার হাজার মানুষ এই হাট দু’টিতে এসে কেনাবেচা করে থাকেন। হাটের দিন বাদেও বানেশ্বর ঝলমলিয়ায় প্রতিদিন বাজার বসে থাকেন। বানেশ্বর ঝলমলিয়া হাটের পলিথিন ব্যবসায়ীরা প্রতিদিন লাখ লাখ টাকার বিভিন্ন রকমের পলিথিন বিক্রি করছে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষররা পলিথিন বিক্রি দেখতে পাচ্ছেন না। বানেশ্বর হলো,পুঠিয়া-দুর্গাপুর বাঘা-চারঘাট চার উপজেলার জিরো পয়েন্ট। বানেশ্বর হাটের দিন কয়েক টন পলিথিনের ব্যবহার হয়ে থাকেন। বানেশ্বর বাজারের আশিক মাহাম্মুদ বলেন,কোনো দিন শুনলাম না যে,নিষিদ্ধ পলিথিন রাখার দায়ে কোনো দোকানদারকে উপজেলা প্রশাসন ভ্রাম্যমানের মাধ্যমে জরিমানা করেছে। উপজেলা প্রশাসন পরিবেশ দিবসের দিন পলিথিনের খারাপ দিকগুলি তুলে ধরে সচেতনামূলক ব্যাপক প্রচার করার দরকার রয়েছে। তারা সেগুলি করেন না। শুধুমাত্র ভোক্তা অধিকার অধিদপ্তরের নজরদারি এবং গাফিলতির অভাবে উপজেলার সর্বত্র প্রকাশ্যে পলিথিন ব্যবহার করতে সাহস পাচ্ছেন বলে উপজেলাবাসীলা অভিযোগ তুলছেন। জিল্লুর রহমান বলেন, মানুষ দেখানো জন্য ভোক্তা অধিকারের টিম মাঝেমধ্যে উপজেলা সদরে দুই/একটি মুদিদোকানে অভিযান চালাতে দেখা যায়। আর মুদিদোকানদারদের অভিযান দেখে অন্য ব্যবসায়ীরা বন্ধ রেখে ভোক্তা অধিকারের টিম অভিযান দেখেন। ভোক্তা অধিকারের টিম প্রথমে বাজারে এসে আইনশৃঙ্খা বাহিনীর সদস্যরা আগে থেকে দোকানে দোকানে দাঁড় করিয়ে রাখলেস দোকানদার বন্ধ করে রাখতে পারবেন না। তারপর আস্তে আস্তে যাচা-বাছাই করে পদক্ষেপ গ্রহন করা উচিত হবে। ঝলমলিয়ার কাশেম উদ্দিন বলেন,আমরা পলিথিন ব্যবহার করার পর পরিত্যক্ত পলিথিনগুলি সংরক্ষণ করি না। পলিথিন আমাদের স্বাস্থ্যের জন্য ব্যাপক হুমকিস্বরুপ। এরপর পলিথিন পরিবেশ এবং মাটির ব্যাপক ক্ষতিসাধন করে থাকেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম নুর হোসেন নির্ঝরকে প্রশ্ন করা হয় উপজেলা জুড়ে যত্রতত্র ভাবে নিষিদ্ধ পলিথিন ব্যবহার করা হচ্ছে। তিনি বলেন,এগুলো দেখা জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে। তারপর আমরা নিষিদ্ধ পলিথিন ব্যবহারের বিরুদ্ধে আগামীতে ভ্রাম্যমান পরিচালনা করা হবে।