দৌলতপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে উপজেলা তারাগুনিয়ায় সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী আহসানুল হক পচা মোল্লার বাসভবন চত্বরে প্রতিষ্ঠাবাষির্কীতে আলোচনা সভা ও ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। দৌলতপুর উপজেলা যুবদলের আহ্বায়ক বেনজির আহমেদ বাচ্চুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি শামীম রেজা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক বিল্লাল হোসেন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনি লস্কর, মাহাবুবুর রহমান, মিজানুর রহমান মজনু,একলাচুর রহমান, রিনেট আল রাজি প্রমুখ। এ সময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবদলের কয়েক হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে যুবদল আগেও চেয়েও অনেক বেশি শক্তিশালী হয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম শেষে ৫ আগস্ট দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। এই সংগ্রামে যুবদলের উল্লেখযোগ্য ভূমিকা ছিল।