খুলনা জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ কবীরুল ইসলাম বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকার প্রধান শেখ হাসিনা ও তার মন্ত্রী এমপিরা এদেশে হত্যা, জুলুম-নির্যাতন, গায়বী মামলা, গুম, খুন, লুটপাটের রাষ্ট্র গড়ে তুলেছিল। বিচারের নামে জামায়াতে ইসলামীর কেন্রীয় নেতাদের নামে মিথ্যা অভিযোগ দিয়ে ফাঁসি দিয়ে শহিদ করেছে। এদেশের দেশ প্রেমি ছাত্র জনতা জীবনের তাজা রক্ত ঢেলে দিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ তার দোসরদের ক্ষমতার মসনদ ছেড়ে এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। ছাত্র জনতার এ রক্ত স্নাত বিপ্লবকে জামায়াতে ইসলামি বৃথা হতে দিবে না। শেখ হাসিনাসহ তার দোসরদের আইনের আওতায় এনে বিচার করতে হবে। ২০০৬ সালের ২৮ অক্টোবর ফ্যাসিস্ট হাসিনার নির্দেশে চালিত জামায়াত শিবির নেতাদের ওপর চালানো লগি বৈঠার তান্ডব ও নৃশংস হত্যাকান্ডের বিচারের দাবীতে দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামি আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিঘলিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল হাসানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমানের সঞ্চালনায় দিঘলিয়া উপজেলা চৌরাস্তা মোড়ে বিকাল সাড়ে ৩ টায় অনুষ্ঠিত এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনার আঞ্চলিক সহকারি পরিচালক খান গোলাম রসূল, খুলনা জেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য স ম এনামুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক দিঘলিয়া উপজেলা আমির ও খুলনা জেলা শুরা সদস্য মাওলানা শহিদুল্লাহ, জামাতে ইসলামি দিঘলিয়া উপজেলা সহকারী সেক্রেটারি মোঃ ইলিয়াস হোসেন, দিঘলিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন ও কর্ম পরিষদ সদস্য মোঃ মুজাহিদুল ইসলাম, জামায়াতে ইসলামীর উপজেলা যুব বিষয়ক সম্পাদক ও কর্ম পরিষদ সদস্য মাওলানা আঃ রহিম। বারাকপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মোঃ শওকত মোড়ল, দিঘলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মোল্লা খলিলুর রহমান,সেনহাটি ইউনিয়ন আমির মোল্লা শফিকুর রহমান, গাজীহাট ইউনিয়ন সভাপতি মোঃ আবদুল কাদের সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াতে ইসলামীও ছাত্র শিবিরের সকল পর্যায়ের নেতা কর্মী বৃন্দ।