খুলনা কয়রায় দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনতাবৃদ্ধিতে মাঠ মহড়া অনুষ্ঠিত। সোমবার (২৮ অক্টোবর) বিকাল ৩ টায় উত্তর বেদকাশীর বড়বাড়ি মাধ্যমিক বিদ্যলয় মাঠে কারিতাস বাংলাদেশ খুলনা অঞ্চল(ডিআরআর-সিসিএ) প্রকল্প ও কারিতাস জার্মানির আর্থিক সহায়তায় এ মহড়া আয়োজন করা হয়। বড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও কারিতাসের ফিল্ড অফিসার মিজানুর রহমানের সঞ্চলনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মামুনার রশিদ, বড়রবাড়ি মাধ্যমিকঃ বিদ্যালয়ের প্রতিষ্ঠতা ও সাবেক ইউপি চেয়ারম্যান সরদার মতিয়ার রহমান, শিক্ষক আবুল বাশার, দিপক কুমার মিস্ত্রী,, কারিতাস বাংলাদেশের মিল্টন মন্ডল,কো-অর্ডিনেটর তাপস মন্ডল, প্রমুখ মহড়া অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মামুনার রশিদ বলেন, আমরা বাংলাদেশের দক্ষিন পশ্চিম উপকূলীয় অঞ্চলে বসবাস করায় প্রতি বছর আমরা বিভিন্ন দুর্যোগের সম্মুখীন হই। আর এ কারণে প্রতিবছর আমদের জান ও মালের ব্যপক ক্ষয়ক্ষতির হয়ে থাকে। আর এই ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেতে হলে দুর্যোগের প্রস্তুতির বিকল্প নেই। তাই আমাদের এই মাঠ মহড়ার মধ্যে দিয়ে শিক্ষা নিয়ে পরিবার পর্যায় কাজে লাগিয়ে দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন প্রভাব কমাতে ভূমিকা রাখবে বলে আমি আশা করছি।