বরিশালের মুলাদীতে গণতন্ত্র হত্যা দিবসে বক্তারা বলেছেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের লগি-বৈঠার তা-বের মধ্যেই ফ্যাসিবাদের বীজ বপণ করা হয়েছিলো। গণতন্ত্র হত্যা করে তারা একদলীয় শাসন ও শোষন ব্যবস্থা হড়ে তুলেছিলো। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে সেই ফ্যাসিবাদী শাসনের অবসান হয়েছে। সোমবার (২৮অক্টোবর) বিকেল ৩টায় মুলাদী কেন্দ্রিয় ঈদগাহে গণসমাবেশের মাধ্যমে গনতন্ত্র হত্যা দিবস পালন করেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের লগি বৈঠার মিছিল ও তা-ব এবং নিহত নেতাকর্মীদের স্মরণে এই কর্মসূচি পালন করেনন তারা। সমাবেশে সভাপতিত্ব করেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. আবু সালেহ। প্রধান অতিথি ছিলেন, বরিশাল জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক সাইয়েদ আহমদ খান। বিশেষ অতিথি ছিলেন, বরিশাল জেলা জামায়াতে ইসলামীর শূরা ও কর্মপরিষদের সদস্য মো. জহির উদ্দিন ইয়ামিন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. আবদুল মালেক, সহকারী সেক্রেটারি মো. আবদুল মোতালেব। মুলাদী পৌরসভা জামায়াতে ইসলামীর আমির মো. মোর্শেদ আলমের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর অফিস সম্পাদক মো. মাইন উদ্দীন, জামায়াতে ইসলামীর সফিপুর ইউনিয়ন আমির হাফেজ আবুল ফজল, বাটামারা ইউনিয়ন আমির জহিরুল ইসলাম, গাছুয়া ইউনিয়ন আমির দিদারুল আহসান প্রমুখ। সমাবেশে প্রধান অতিথি সাইয়েদ আহমেদ খান বলেন, '২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগ লগি-বৈঠার তান্ডব চালিয়ে পৈশাচিক হত্যাকান্ড ঘটিয়ে গণতন্ত্রকে হত্যা করেছিলো। মূলত ওই দিনই আওয়ামী লীগের ফ্যাসিবাদের বীজ বপণ করা হয়েছিলো। যার সমাপ্তি হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অভ্যূত্থানের মধ্য দিয়ে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের গণতন্ত্র হত্যা, নির্যাতন-নিপীড়ন, বিরোধী নেতাকর্মীদের মামলা-হামলা, ব্যাংক লুট, বিডিআর হত্যাকান্ড, গণমাধ্যম বন্ধ করা, বিচার বিভাগকে দলীয়করণ করার ফলেই জনতার প্রতিবাদ স্বরূপ ৫ আগস্ট অভ্যুত্থানে ছাত্র-জনতার বিজয়ে আওয়ামী লীগকে পালাতে হয়েছে।' সমাবেশ শেষে, ২০০৬ সালের ২৮ অক্টোবরের আলোকচিত্র প্রদর্শন করা হয়েছে বলে জানান আয়োজকেরা।