ভোলার দৌলতখানে পুলিশ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র সহ দুই নৌ- ডাকাতকে আটক করা হয়েছে। আটকৃত ডাকাতদের থেকে একটি আগ্নেয়াস্ত্র ও ছয়টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। রোববার ২৭ অক্টোবর উপজেলার চরপাতা ইউনিয়নে যৌথ অভিযান চালিয়ে লোকমান হোসেন ও তার ছেলে - হাসনাইন কে আটক করে যৌথ বাহিনী। কোস্টগার্ডের দক্ষিণ জোন থেকে পাওয়া তথ্যানুযায়ী জানাযায়, আটককৃত দুই নৌ - ডাকাত হচ্ছে বাবা লোকমান হোসেন ও পুত্র হাসনাইন। দীর্ঘদিন ধরে তারা ভোলার মেঘনা নদীতে ও আশপাশ ডাকাতি ও চাঁদাবাজি সহ সন্ত্রাসীকার্যক্রম চালিয়ে আসছিল। জেলেদের দেওয়া তথ্য মতে ও কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি টিমের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় যৌথ বাহিনী তাদের আটক করতে সক্ষম হয়। কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট রিফাত হোসেন জানান, আটককৃতদের অস্ত্রশস্ত্র সহ তাদের কে দৌলতখান থানায় হস্তান্তর করা হয়েছে। সোমবার দৌলতখান থানা অফিসার ইনচার্জ জিল্লুর রহমান জানান, আটককৃত দুই ডাকাতের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।