প্রদর্শনীর অযোগ্য বলে সেন্সর সার্টিফিকেশন বোর্ড থেকে আবারও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে শোবিজ দুনিয়ার নানা দিক নিয়ে নির্মিত সিনেমা ‘মেকআপ’-এর উপর। গত রোববার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে ২০২১ সালে চলচ্চিত্র সেন্সর বোর্ড এ সিনেমার প্রদর্শনী নিষিদ্ধ করেছিল। সম্প্রতি চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে আপিল করেছেন প্রযোজক আজমাত রহমান। সেটা নাকচ করে প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন ২০২৩-এর ১২(১) উপধারা লঙ্ঘন করে আপিল করায় ছবিটি নাকচ করা হয়েছে। ‘মেকআপ’ কোথাও প্রদর্শিত হলে তা বাজেয়াপ্তকরাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করা হয়েছে প্রজ্ঞাপনে। অনন্য মামুন পরিচালিত এই সিনেমাটি মূলত সিনে জগতের নানা রকম অসঙ্গতি তুলে ধরেছে। সিনেমাটিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, জিয়াউল রোশান, নিপা আহমেদ রিয়েলি প্রমুখ।