২০০৬ সালের ২৮ অক্টোবরে আওয়ামী লীগের নারকীয় হত্যাকা-ের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মণিরামপুরে প্রতিবাদ সমাবেশে ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জেলা পরিষদের মশিউর রহমান অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামি মণিরামপুর উপজেলা শাখার আমীর মাওঃ লিয়াকত হোসেনের সভাপতিত্বে ও জামায়াতে ইসলামীর নেতা সহকারি অধ্যাপক আহসান হাবিব লিটনের সঞ্চালনায় সামবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামি যশোর জেলা শাখার (পূর্ব) আমীর অধ্যক্ষ আবদুল আজিজ। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা সুরা সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের জেলা সুরা সদস্য উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক ফজলুর রহমান, সংগঠনের মণিরামপুর উপজেলা শাখার নায়েবে আমীর মাওঃ মহিউল ইসলাম, জেলা যুব বিভাগের সেক্রেটারি হাবিবুর রহমান হাবিব, মণিরামপুর উপজেলা শাখার সহকারি সেক্রেটারী ডাক্তার শরিফুল ইসলাম, সুরা সদস্য মাওঃ অধ্যাপক সেলিম জাহাঙ্গীর, মাওঃ রবিউল ইসলাম, উপজেলা শাখার সাবেক আমীর মিজানুর রহমান, পৌর সভাপতি মাওঃ আবদুল বারী, ইসলামি ছাত্রশিবিরের জেলা শাখার সাবেক সভাপতি আবু সালেহ ওবায়দুল্লাহ প্রমূখ।