২৮ অক্টোবর আওয়ামী হায়েনাদের লগী-বৈঠার তান্ডবের প্রতিবাদে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে বগুড়া শহর জামায়াত। সোমবার (২৮ অক্টোবর) পাঁচটায় শহর কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামি বগুড়া শহর শাখার নবনির্বাচিত আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। শহর সেক্রেটারি অধ্যাপক আ,স,ম আবদুল মালেকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এ্যাড. রিয়াজ উদ্দিন, শহর জামায়াতের সহকারি সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, আবদুস সালাম তুহিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর শাখার সভাপতি আজগর আলী, শহর জামায়াতের অফিস সেক্রেটারি এ্যাড. আল-আমিন, আবদুল হামিদ বেগ, এ্যাড. শাহীন মিয়া, মাওলানা আবদুল বাসেত, মাওলানা হেদাইতুল ইসলাম, ইকবাল হোসাইন, শ্রমিক নেতা আনোয়ার হোসেন প্রমূখ। বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টন ময়দানে লগী-বৈঠাধারী আওয়ামী গুন্ডাদের তান্ডবের মাধ্যমে শেখ হাসিনার রাক্ষুসী চরিত্রের যে বহি:প্রকাশ ঘটেছিল, দীর্ঘ প্রায় দেড় যুগ জাতির ওপর সেই জুলুম অব্যাহত ছিল। আওয়ামী সন্ত্রাসীরা হাজার হাজার বিরোধী নেতাকর্মিদের হত্যা করেছে। প্রহসনের বিচারের নামে জামায়াতের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীসহ শীর্ষ নেতৃবৃন্দকে ঠান্ডা মাথায খুন করেছে। আয়নাঘর তৈরি হাজার হাজার মানুষকে বছরের পর বছর নির্যাতন করেছে। অবশেষে ছাত্র-জনতার আন্দোলনে খুনি হাসিনার পতন হয়েছে। ছাত্র-জনতার লাশের ওপর দাঁড়িয়ে জাঁতি মুক্তি পেয়েছে। নেতৃবৃন্দ বলেন, গণহত্যাকারী শেখ হাসিনা ও তার দোসরদের সকল অপকর্মের শাস্তি পেতে হবে। যেই ট্রাইব্যুনালে জামায়াত নেতৃবৃন্দকে মিথ্যা মামলায় ফাঁসী দিয়েছে, এবার সেই ট্রাইব্যুনালেই শেখ হাসিনার ও তার দোসরদের বিচারের মুখোমুখী হতে হবে। আলোচনা সভা শেষে ২৮ অক্টোবর এবং জুলাই-আগষ্ট বিপ্লবের শহীদসহ সকল শহীদের জন্য দোয়া করা হয়।