সোমবার বিকেলে নাটোরের সিংড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। আওয়ামী লীগের লগি বৈঠার তান্ডব ও পল্টন হত্যাকান্ডের খুনিদের বিচার দাবিতে এই মিছিল ও সমাবেশের বাংলাদেশ জামায়াতে ইসলামি সিংড়া উপজেলা ও পৌর শাখা। এর আগে উপজেলার আমতলা মুক্তমঞ্চে সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর আ ব ম আমানুল্লাহ। বক্তব্য রাখেন জেলা কর্ম পরিষদ সদস্য প্রফেসর সাইদুর রহমান, আফসার আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি এন্তাজ আলী, পৌর জামায়াতের আমীর মাওলানা সাদরুল উলা, সেক্রেটারি মিজানুর রহমান, শিবিরের সাবেক সভাপতি আবদুল মন্নাফ, বর্তমান সভাপতি এমরান ফরহাদ প্রমূখ।