নওগাঁর রাণীনগরে জামায়াতের আয়োজনে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ২০০৬সালে ২৮অক্টোবর আওয়ামী লীগের লগি-বৈঠার বর্বরোচিত হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে সোমবার বিকেলে উপজেলা সদরে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিন বিকেলে উপজেলা সদর থেকে বিক্ষোভ মিছিল বের করে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বিএনপির মোড়ে এসে মিছিল শেষ করে। এরপর উপজেলা জামায়াতের আমির মোস্তফা ইবনে আব্বাস এর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলা জামায়াতের নায়েবে আমির হাফিজার রহমান মাস্টার,সেক্রেটারী শামিনুর রহমান শামিম,সাংগঠনিক সম্পাদক আবদুল কাহার,উপজেলা শিবিরের সভাপতি হাফেজ আবদুর রহমান,সেক্রেটারী তামিম হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন। এ ছাড়া উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের জামায়ত ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা মিছিল ও সামবেশে অংশ নেয়। সমাবেশ শেষে নিহতদের স্মরনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।