২০০৬ সালে ২৮ অক্টোবর দেশব্যপী হাসিনা সরকারের লগি-বৈঠার নির্মম আঘাতে শহীদের স্মরণে বরিশালের হিজলায় আলোচনা সভা ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার বিকাল ৩টায় উপজেলা সদর বাসস্ট্যান্ডে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামি আমীর অধ্যাপক নুরুল আমিন। প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা পূর্ব জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আবদুল জব্বার, বরিশাল জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি এ্যাড. জহিরুদ্দিন মোহাম্মদ ইয়ামিন, বরিশাল জেলা ইসলামি ছাত্র শিবির সভাপতি আবদুল কাদের, হিজলা উপজেলা জামায়াতে ইসলামি সেক্রেটারী মাওলানা হারুন অর রশিদ, উপজেলা সুরা ও কর্মপরিষদ সদস্য আলহাজ¦ সৈয়দ গুলজার আলম, উপজেলা পেশাজীবি সভাপতি মোঃ ফরিদ উদ্দিন, সেক্রেটারী মোঃ জাহাঙ্গীর হোসেন, জামায়াত নেতা শাহানশাহ চৌধুরী সামু, বড়জালিয়া ইউনিয়ন আমির মাওঃ হাবিব উল্লাহ, গুয়াবাড়িয়া আমির মোঃ ইমরুল হাসান সিপু, হরিনাথপুর ইউনিয়ন আমির মো. রফিকুল ইসলাম, মেমানিয়া ইউনিয়ন আমির মোঃ আফজাল হোসেন, ছয়গাও সাংগঠনিক আমির মোঃ আলী আহাম্মদ, হিজলা গৌরবব্দী সভাপতি মাওঃ ছালাউদ্দিন, সাবেক ছাত্রনেতা মাওঃ আবুল কালাম আজাদ জমাদ্দার, ধুলখোলা ইউনিয়ন সভাপতি মোঃ মনিরুল ইসলাম, যুব বিভাগের সভাপতি মোঃ ইয়াছিন হেলাল, বাহেরচর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা রুহুল আমিন, বড়জালিয়া ইউনিয়ন সেক্রেটারী মাওঃ মোঃ ইব্রাহিম, শিক্ষাবিদ আবদুল মোতালেব, হরিনাথপুর ইউনিয়ন সেক্রেটারী মাওলানা মহিউদ্দিন, সমাজ সেবক আলহাজ¦ মোজাম্মেল হক ভূইয়া, মাওলানা বজলুল করিম, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মোঃ বশিরুল্লাহ, অনুষ্ঠান পরিচালনা করেন শ্রমিক কন্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ খলিলুর রহমান। সভায় বক্তারা ২৮ অক্টোবর ২০০৬ লগি বৈঠায় শহীদ ভাইদের হত্যায় জড়িত এবং নির্দেশদাতা হাসিনাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।