কয়রায় স্থায়ী নেতৃত্ব অভিযোজন কর্মপরিকল্পনা উপস্থাপন ও দুর্যোগ বিষয়ে স্থায়ী আদেশাবলী ওসওডির উপর এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে ও ইসলামীক রিলিফ বাংলাদেশের সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশিদের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার বর্মন,সমবায় অফিসার তানভীর মাসুদুল হাসান, প্যানেল চেয়ারম্যান এস এম লুৎফর রহমান, বিভুতি ভুষন রায়, ইউপি সদস্য হরেন্দ্রনাথ সরকার, আবুল কালাম শেখ, নাজমুস ছাদাত, এনজিও প্রতিনিধি হারুনার রশিদ,ইসলামীক রিলিফ বাংলাদেশের কয়রার ইনচার্জ ও সিনিয়র প্রজেক্ট অফিসার জাহিদুল হাসান,সহকারি প্রকল্প কর্মকর্তা কুদরাত উল্যাহ ফারুক,নিজাম উদ্দিন,তৈয়বুর রহমান,বাশারুল ইসলাম প্রমুখ। কর্মশালায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।