মা ইলিশ ধরতে গিয়ে অভিযানিক দলের স্পিড বোটের শব্দ মনে করে নদীতে ঝাপিয়ে পরে নয়ন বেপারী (৬২) নামের এক জেলের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার ভোরে মেঘনা নদীর জেলার হিজলা উপজেলার বাউশিয়া এলাকায়। মৃত নয়ন বেপারী উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাউশিয়া এলাকার বাসিন্দা। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, ভোররাতে প্রশাসনের মা ইলিশ রক্ষা অভিযানিক স্পিডবোটের শব্দ ভেবে দ্রুতগতিতে ট্রলার চালায় ছেলে ফরিদ বেপারী। এ সময় অভিযানিক দল ভেবে আতঙ্কিত হয়ে নয়ন বেপারী ট্রলার নদীতে ঝাঁপ দেয়। একপর্যায়ে সে (নয়ন) ট্রলারের পাখায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়। ছেলে ফরিদ বেপারী অন্য জেলেদের সহযোগিতায় তাকে উদ্ধার করে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন দেওয়ান। হিজলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ মৃতের স্বজনদের বরাত দিয়ে বলেন, নয়ন বেপারী ও তার ছেলে ফরিদ বেপারী রোববার মধ্যরাতে মেঘনা নদীতে মা ইলিশ শিকার করতে গিয়েছিল। ভোরে অজ্ঞাত স্পিড বোটের শব্দ পেয়ে তারা অভিযানিক দল ভেবে আতঙ্কিত হয়ে পরেন। একপর্যায়ে নয়ন বেপারী ট্রলার থেকে লাফিয়ে পরে গুরুত্বর আহত হয়ে মৃত্যুবরণ করেছেন। মৃত নয়ন বেপারীর মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ওসি আরও জানান, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী ও উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে জানা গেছে সোমবার ভোরে তাদের কোন অভিযানিক দল মেঘনায় ছিলেন না।