‘ডেঙ্গু প্রতিরোধে আমাদের করণীয়’ বিষয়ক লিফলেট বিতরণ করেছেন ‘তরী’ বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা শাখা। সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবা উল আলম ভূঁইয়া নিজ দপ্তরের সামনে আনুষ্ঠানিকভাবে এই লিফলেট বিতরণের উদ্ধুধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সুকের পরিচালক মোমিন হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাবেক ব্যাংক কর্মকর্তা মোতাহার হোসেন, লেখক গবেষক ও ত্রিতাল সংগীত নিকেতনের অধ্যক্ষ সঞ্জিব কুমার দেবনাথ, তরী সরাইল শাখার আহ্বায়ক ও মহিলা কলেজের প্রভাষক মোহাম্মদ মাহবুব খান, সদস্য সচিব ও পাঠশালা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহগীর মৃধা, বিশিষ্ঠ সমাজসেবক ও ব্যবসায়ি শফিকুল ইসলাম সেলু, উদীচী সরাইল শাখার সভাপতি মো. মোজাম্মেল পাঠান, সাংবাদিক জুলকার নাঈন, তরীর সদস্য মোছা. নাজমা বেগম, মো. জুনায়েদ আহমেদ, মো. শাহিন শাহ, সৈয়দ নাদির হোসেন, মো. আনিছুর রহমান, মো. আব্বাস উদ্দিন, মো. শাকিল আহমেদ, দীপক কুমার দেবনাথ, মজিদ বক্স ও মো. পারভেজ প্রমূখ। ইউএনও উপজেলা চত্বরে আসা লোকজনের হাতে এই লিফলেট তুলে দেন। পরে তরীর সদস্যরা আহবায়কের নেতৃত্বে সরাইল অন্নদা সরকারী উচ্চবিদ্যালয় ও পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে ডেঙ্গু থেকে রক্ষা, রোগী চেনার লক্ষণ ও প্রতিরোধের উপায় বিষয়ে মতবিনিময় করেন। সবশেষে সচেতনতা বৃদ্ধির লক্ষে পথচারী, অটোরিকশা যাত্রী, ব্যবসায়িসহ বিভিন্ন শ্রেণি পেশার নারী পুরূষের হাতে লিফলেট তুলে দেন।