প্রবাসফেরত ছেলে সোহেল মিয়া (২৪) আশঙ্খার দিন বাবা নিবু মিয়া (৬৫) সহায় সম্পত্তি বিক্রি করে দেন। এতে তিনি অর্থ সংকটে পড়ে যান। শেষ পর্যন্ত কসাইকে দিয়ে সেই বাবাকে গলা কেটে হত্যার পরিকল্পনা করল ছেলে সোহেল মিয়া। কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের নিবু মিয়ার বাড়ী। তার লাশ সেচের ড্রেন থেকে উদ্ধার করে পুলিশ। পরে পুলিশ তদন্তে নেমে পড়ে। হত্যাকান্ডের সঙ্গে জড়িত সোহেল ও তার তিন সঙ্গীকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- সোহেল মিয়া ও তার সহযোগী বাবুল মিয়া, সুমন মিয়া ও নজরুল মিয়া। গত বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ পিরিজপুর বাজারের একটি রেস্টুরেন্ট থেকে তাদের গ্রেপ্তার করেছে। পরে পুলিশ ১৬৪ ধারা জবানবন্দি নিয়ে কিশোরগঞ্জ জেলে প্রেরণ করেন। অন্য তিন জনের মধ্যে হত্যাকান্ডে জড়িত সোহেল মিয়া, সুলতানপুর বড়কান্দা গ্রামের এয়াকুব আলীর ছেলে নজরুল ইসলাম পাশের বাড়ীর ফালু মিয়ার ছেলে সুমন মিয়া। গত শনিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এ চাঞ্চল্য নিবু মিয়া হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের মাধ্যমে পুলিশ সুপার মোঃ হাসান চৌধুরী। পুলিশ সুপার জানায় হত্যাকান্ডের স্বীকার নিবু মিয়ার চার ছেলে ও দুই মেয়ে। সোহেল মিয়া সর্বার ছোট। নিবু মিয়ার ছোট ছেলে সোহেল মিয়াকে ৬ লাখ টাকা খরচ করে মধ্যপ্রাচ্যে পাঠান। পুলিশ সুপার আরো জানায়, টাকার জন্য সোহেল তার বাবা নিবু মিয়াকে চাপ প্রয়োগ করেন। তিনি আরও বলেন পরিকল্পনা অনুযায়ী সোহেল তার আড্ডার সাথী ইলেক্ট্রেশিয়ান বাবুল মিয়া, রাজমিস্ত্রি সুমন মিয়া ও কসাই নজরুলকে নিয়ে এই হত্যাকান্ডের পরিকল্পনা করেন। এরপর ১৯ অক্টোবর সন্ধ্যার দিকে নিবু মিয়াকে বাড়ী নিয়ে যায়। সেখানে পেছিয়ে ছুরি দিয়ে হত্যাকান্ড ঘটায়। নিবু মিয়ার ক্ষত-ভিক্ষত লাশ ধানক্ষেতে ফেলে দেয়। এই চার জন ৭০ হাজার টাকা ভাগ বাটুয়ারা করে নিয়ে যায়। প্রেসব্রিপিং এ উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এ- অবস্ মোঃ আল আমিন হোসাইন, বাজিতপুর সার্কেলের এএসপি সত্যজিৎ কুমার ঘোষ ও ওসি মুরাদ হোসেন।