পিরোজপুরের বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হিসেবে নিয়োগ পেযেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রফেসর ড. মো. শহিদুল ইসলাম। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মো. সাহাবুদ্দিন তাকে আগামী ৪ বছরের জন্য ওই পদে নিয়োগ দিয়েছেন। রোববার (২৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ. এস. এম কাসেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এ বিশ^বিদ্যারয়ের প্রথম ভিসি প্রফেসর ড. কাজী সাইফুদ্দিন এর স্থলাভিষিক্ত হন প্রফেসর ড. শহিদুল ইসলাম। নিয়োগের ক্ষেত্রে বেশ কয়েকটি শর্ত দেওয়া হয়েছে। সেগুলো হচ্ছে- রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। উপাচার্য হিসেবে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি এবং অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। প্রফেসর ড. মো. শহিদুল ইসলাম এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের ৩১ তম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। উল্লেখ্য, প্রফেসর ড. মো. শহিদুল ইসলাম ওই বিভাগ থেকে ১৯৮৯ সালে স্নাতক এবং ১৯৯২ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে জার্মানির গুটিনজেন বিশ্ববিদ্যালয় থেকে ২০০২ সালে পিএইচডি ডিগ্রী লাভ করেন।