রোববার(২৭অক্টোবর) সন্ধ্যায় প্রেসক্লাব রাজারহাট কার্যালয়ে নবাগত থানার অফিসার ইনচার্জ(ওসি) রেজাউল করিম রেজার সঙ্গে প্রেসক্লাব রাজারহাটের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় দৈনিক খোলা কাগজের রাজারহাট উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাব রাজারহাটের সভাপতি আবদুল কুদ্দুসের সভাপতিত্বে এবং দৈনিক করতোয়া ও যায়যায়দিন পত্রিকার রাজারহাট উপজেলা প্রতিনিধি এবং প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকতের সঞ্চালনায় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন রংপুর সদর সাব রেজিস্টার বাবু রামজীবন কুন্ডু। এ ছাড়া সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক সংগ্রামের রাজারহাট উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সহ সভাপতি আমিনুল ইসলাম, দৈনিক সকালের বাণীর রাজারহাট উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক ইমতিয়াজুল ইসলাম লাভলু, দৈনিক ইনফো বাংলার রাজারহাট উপজেলা প্রতিনিধি এবং প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আসাদুর রহমান শিমু, ডেইলি মর্নিং অবজারভার এর রাজারহাট উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সিনিয়র সদস্য লুৎফর রহমান আঁশু, দৈনিক সমাচারের রাজারহাট উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সদস্য মোঃ শাহজাহান আলী, দৈনিক আমাদের অর্থনীতি ও সময়ের কাগজ পত্রিকার রাজারহাট উপজেলা প্রতিনিধি এবং প্রেসক্লাবের সদস্য মোহাম্মদ আলী মন্ডল এটম,বাংলাদেশ বুলিটিনের রাজারহাটের উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সদস্য এ এস লিমন।