প্রাকৃতিক সৌন্দর্য ফিরিয়ে আনতে দুই শতাধিক গাছ থেকে পেরেক তুলে ফেললেন সৈয়দপুর বন্ধুসভার বন্ধুরা। গাছে গাছে পেরেক ঠুকে আর গুনা (তার) দিয়ে লাগানো ব্যানার, ফেস্টুন, বিলবোর্ডসহ বিভিন্ন দলের রাজনৈতিক নেতাদের শুভেচ্ছা ও বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্যের বিজ্ঞাপনে ছেয়ে গেছে নীলফামারীর সৈয়দপুর শহরের অধিকাংশ সড়ক। গাছেরও যে প্রাণ আছে, তা মানুষ ভুলে যায়। এতে গাছগুলো ঝুঁকির মধ্যে পড়ছে। হারিয়ে যাচ্ছে স্বাভাবিক সৌন্দর্য। প্রাকৃতিক সৌন্দর্য ফিরিয়ে আনতে ২৬ অক্টোবর উপজেলার শহীদ ক্যাপ্টেন মৃধা শামসুল হুদা সড়ক হয়ে কদমতলী মোড় পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তার পাশের দুই শতাধিক গাছ থেকে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড সরিয়ে ফেলেছেন সৈয়দপুর বন্ধুসভার বন্ধুরা। পেরেকগুলোও তুলে ফেলা হয়। প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি ভালো কাজের অংশ হিসেবে এ উদ্যোগ। শনিবার সৈয়দপুর শহরের শহীদ সরণি মোড়ে কর্মসূচির উদ্বোধন করেন কামারপুকুর কলেজের অধ্যাপক অরুণ কুমার দাস। এ সময় উপস্থিত ছিলেন বন্ধুসভার উপদেষ্টা ও নারী উদ্যোক্তা আহমেদা ইয়াসমিন, সংগীতশিল্পী হোসনে আরা লিপি, প্রথম আলোর সৈয়দপুর প্রতিনিধি এম আর আলম, বন্ধুসভার সহসভাপতি আহসান হাবিব প্রমুখ।