ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা করে ৮জন ওষুধ ব্যবসায়ীকে ৫৭ হাজার টাকা জরিমানা করেছে। সোমবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টের প্রথমে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাক ঔষধের দোকানে মনিটরিং করেন।ঔষধের দোকান মনিটরিং করার সময় ভেজাল ওষুধ এবং ফার্মেসীর লাইসেন্স না থাকাসহ মেয়াদ উত্তীর্ন ওষুধ বিক্রি এবং মেয়াদ উত্তীর্ন ওষুধ দোকানে রাখার কারণে তিনি ৮জন ঔ¦ষধ ব্যবসায়ীকে ৫৭ হাজার টাকা মোবাইল কোর্টে জরিমানা করেন এবং সতর্ক করেন। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাক বলেন,এটা একটি চলমান প্রক্রিয়া। কেউ মেয়াদ উত্তীর্ন ওষুধ বিক্রি করলে তাকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।অপরাধ প্রমানিত হলে সে যতবড় ব্যবসায়ী হোক না কেন তাকে আইনের আনা হবে।এতে কোন ছাড় দেওয়া হবে না।এসময় তার সাথে ব্রাহ্মণবাড়িয়া জেল ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক মোসাম্মত ফোয়ারা ইয়াসমিন উপস্থি ছিলেন।