নীলফামারীর সৈয়দপুরে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। ২৬ অক্টোবর প্রেসক্লাবের হলরুমে আলোচনা সভা ও কেককাটা হয়। এর আগে র্যালি শহর প্রদক্ষিণ করে। পরে পত্রিকার হকারদের মাঝে খাবার ও গেঞ্জি বিতরণ করা হয়। নয়াদিগন্তের সৈয়দপুর প্রতিনিধি জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীলফামারী জেলার নবনির্বাচিত আমীর অধ্যক্ষ মাওলানা আবদুস সাত্তার। বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম, সহকারী সেক্রেটারি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. আবদুল লতিফ আল ফারুক, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আবদুল গফুর সরকার, সিনিয়র সহ সভাপতি এ্যাড. ওবায়দুর রহমান, সাবেক এমপি ও বিএনপি নেতা আলহাজ¦ শওকত চৌধুরী, সাবেক এমপি সিদ্দিকুল আলম সিদ্দিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক নুর ই আলম সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা আবদুল মুনতাকিম প্রমুখ।