মুন্সীগঞ্জের সিরাজদিখানে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সম্প্রদায়, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপি, জামাত, শিক্ষক সমাজ, আলেম ওলামা, ছাত্র সমাজ, সাংবাদিক, সুধীজন উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদ এর সভাপতিত্বে ও পরিচালনায়, বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক মো. হায়দার আলী, উপজেলা বিএনপির সিনিয়র নেতা আবদুল কুদ্দুস ধীরণ, জামায়াত সভাপতি মাওলানা মো. কবীর হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা মো. ওয়াসিম, কুসুমপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমান, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এর সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, ইছাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান তালুকদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম, থানা ওসি খন্দকার হাফিজুর রহমান সুমন, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিমল চন্দ্র দাস, পুজা উদযাপন পরিষদের সভাপতি তপন কুমার দাস, সাধারণ সম্পাদক জ্ঞানদীপ ঘোষ, ছাত্র সমাজ সদস্য মো. ইয়ামিন শেখ, জাতীয়তাবাদী হিন্দু মহাজোট নেতৃবৃন্দসহ আরো অনেকে।