নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলা ১৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের চিকিৎসা সেবা একেবারে নাজুক অবস্থা। দূর দুরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগীদের নানা অভিযোগ। শনিবার থেকে (২৭ শে অক্টোবর) টানা তিনদিনে দেখা যায় পুরাতন কমপ্লেক্স ভবণ (শিশু ওয়ার্ড) এর মুক্তিযোদ্ধা কেবিনসহ মোট ১৪টি সিটে ডবল করে, ফ্লোরেও পড়ে আছে রোগী। বেশির ভাগ রোগী ডায়রিয়া জ¦র ও ঠান্ডায় আক্রান্ত শিশু। কিন্তু বিশেষ করে যেসব দৃশ্যমান রোগীদের অভিযোগ পাওয়া গেছে, শিশু ওয়াডের ভেতর ৮ টি পাখা থাকলেও তিনটি সচল বাকিগুলো অচল অবস্থায় পড়ে আছে, মেঝেতে নোংড়া, বিশুদ্ধ পানির অভাব, ওষুধ বাহির থেকে কিনতে হয়, সময় মত ডাক্তার রোগী দেখেন না, নিজ নিজ ক্লিনিকে প্রাইভেট রোগী নিয়ে ব্যস্ত থাকেন ডাক্তাররা, সরকারি খাবারের মান নিন্ম। জরুরি অবস্থায় কোন রোগী ভর্তি হলে সেলাইন ইনজেকশন দিতে আয়া'দের হাতে পায়ে ধরে ৫০-১০০ টাকার বিনিময়ে করাতে হয়, টাকা না দিলে তুমি পড়ে থাকো ফ্লোরের মেঝেতে, তাদের সময় হলে এসে ইনজেকশন করবেন। এই হল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসার নামে দৃশ্যমান অবস্থা; একই অবস্থা বয়স্ক ওয়ার্ড কেবিনেও। হাসপাতাল সুত্রে জানা যায়, তারা ২০ জন নার্স, ২৬ জন ডাক্তার ৪ জন আয়া ও ৬ জন মেতর হাসপাতালের দায়িত্বে আছেন। কিন্তু দেখা গেছে চিকিৎসা নিতে আসা রোগীদের সঠিকভাবে চিকিৎসা সেবা দিচ্ছেন না তারা বরং উদাসীন অবস্থা, যার যার মন মর্জি মতন রোগী দেখেন, বিশেষ করে প্রাইভেট রোগী নিয়েই ব্যস্ত থাকেন বেশির ভাগ সময়, এমনটিই জানিয়েছেন চিকিৎসা নিতে আসা রোগীরা। এসব সমস্যার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ড. আল মামুনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের স্টাফরা তো নিয়মিত ডিউটি করতেছেন, এই কয়েকদিনে রোগীর সংখ্যা একটু বেশি, মধ্যনগর তাহেরপুরের রোগীরা এ উপজেলায় চিকিৎসা নিতে আসে বিধায় একটু ঝামেলা পোহাতে হয়, সব ঠিক হয়ে যাবে বলে অন্যান্য বিষয়াদি তিনি এড়িয়ে যান।