নওগাঁর রাণীনগর উপজেলার কালীগ্রাম ইউনিয়ন যুবদলের আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। রোববার রাতে ইউনিয়নের আবাদপুকুর বাজারে কেক কেটে ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এদিন রাতে আবাদপুকুর বাজারে প্রথমে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। এরপর কালীগ্রাম ইউনিয়ন যুবদলের যুগ্ন আহ্বায়ক জাহিদ নেওয়াজ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউনিয়ন যুবদলের যুগ্ন আহ্বায়ক ও উপজেলা যুবদলের সদস্য আনোয়ার হোসেন,ইউনিয়ন যুবদলের সদস্য আবদুল বারিক,ফুয়াদ হোসেন,ওয়ার্ড যুবদলের সম্পাদক আবদুল মান্নান,কালীগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছোলাইমান আলী মন্ডল,সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেনসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।