বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, রোববার (২৭ অক্টোবর) বেলা ১২ টার দিকে লোহাগড়া উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা পৌর শহরের লক্ষীপাশা চৌরাস্তা নিকটস্থ নিউ মার্কেট এলাকা এসে জড়ো হয়। সেখান থেকে নেতা-কর্মীরা একটি বর্ণাঢ্য র্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের সি এ- বি চৌরাস্তা এলাকায় এসে শেষ হয়।
সমাবেশে লোহাগড়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: শফিকুজ্জামান তারিক সভাপতিত্ব ও পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাক্সমি সহ জেলা ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার তাইবুল ইসলাম সঞ্চালনা করেন। এ সময় বক্তব্য রাখেন, লোহাগড়া উপজেলা বিএনপির নব নির্বাচিত সভাপতি মো: আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জান সেলিম, পৌর বিএনপির নবনির্বাচিত সভাপতি মোঃ মিলু শরিফ, জেলা বিএনপির দপ্তর সম্পাদক টিপু সুলতান, সহ-প্রচার সম্পাদক সৈয়দ আঃ সবুর, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ আলম শিকদার, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ আহাদুল ইসলাম, উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ আলম মুন্সি, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আকতার মোল্যা, পৌর শ্রমিক দলের সদস্য সচিব মোঃ তাজমুল ইসলাম, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোঃ হিরু মোল্যা, পৌর যুবদলের সদস্য সচিব শেখ হেলাল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তানভীর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য নাজমুল হুদা, মোঃ নজরুল ফকির, মোঃ ওকিল সরদার, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মুসতাহিদুর রহমান আমিন, আশিকুর রহমান স্বপন, মোঃ সাইফুল ইসলাম, যুব নেতা মোঃ লিপু, উপজেলা ছাত্রদলের সভাপতি গিয়াস উদ্দিন জুয়েল, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মশিয়ার রহমান পিন্টু, তাজিমুজ্জামান চঞ্চল, মোঃ রইচ উদ্দিন, মোঃ ইকরামুল ইসলাম, ছাত্রনেতা ইব্রাহিম মোল্যা, ছাত্রনেতা মোঃ শরিফুল ইসলাম লায়ন, যুবনেতা সোহান, রাজু প্রমুখ।