নানা কর্মসূচির মধ্য দিয়ে জয়পুরহাটে কালাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রোববার বিকেলে কালাই উপজেলা ও কালাই পৌর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আয়োজনে উপজেলা সদরে তুলাপট্টি এলাকায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই কর্মসূচির সূচনা করা হয়। পরে সেখানে আলোচনা সভা, দোয়া মাহফিল ও রক্তদান কর্ম সূচির আয়োজন করা হয়েছে। ওই আলোচনাসভায় জয়পুরহাট জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য কামরুজ্জামান তালুকদার হিরোর সঞ্চালনায় সৈয়দ শহিদুল ইসলাম লিপটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ইব্রাহীম হোসেন ফকির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কালাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলাম টুকু, উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক ও কালাই থানা যুবদলের সাবেক সভাপতি তাজউদ্দিন আহম্মেদ তাজসহ উপজেলা ও পৌর যুবদল নেতা কর্মীরা। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফিরাত কামনা, বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনাসহ আন্দোলন সংগ্রামে সকল শহীদদের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।