রংপুরের পীরগাছায় মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে আহত দুই বন্ধু মারা গেছেন। চারদিন চিকিৎসাধীন থাকার পর গত শনিবার বিকেলে নাজমুল ইসলাম (৪২) ও রোববার সকালে আশরাফুল ইসলাম (৩৭) মারা যান। নিহত দুজন একে অপরের বন্ধু। তারা এক সাথে ব্যবসা করতেন। ব্যবসায়িক কাজে গিয়ে গত ২২ অক্টোবর বিকেলে দুজন রংপুর মর্ডাণ মোড়ে দুর্ঘটনার শিকার হন। নিহত দুই বন্ধুর বাড়ি পীরগাছা উপজেলার অন্নদানগর ইউনিয়নের নবু পাঠানপাড়া ও পশ্চিম ব্রাহ্মণীকুন্ডা গ্রামে।
জানা গেছে, গত ২২ অক্টোবর মঙ্গলবার নাজমুল ও আশরাফুল ব্যবসার উদ্দেশ্যে রংপুরের পীরগঞ্জ (শঠিবাড়ী) এলাকায় যান। কাজ শেষে বাড়ি ফেরার পথে রংপুর মডার্ণ মোড় এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নাজমুল ইসলাম ও আশরাফুল ইসলাম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় গতকাল (২৬ অক্টোবর) শনিবার বিকেলে নাজমুল ইসলাম ও রোববার সকালে আশরাফুল ইসলাম মারা যান। নিহত নাজমুল ইসলাম অন্নদানগর ইউনিয়নের নবু পাঠানপাড়া গ্রামের আবু সুফিয়ানের বড় ছেলে এবং আশরাফুল ইসলাম একই ইউনিয়নের পশ্চিম ব্রাহ্মণীকুন্ডা গ্রামের এমদাদুল হক মাস্টারের ছেলে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে ইউপি সদস্য রেজাউল করিম ও ইমান আলী বলেন, একই সঙ্গে দুই বন্ধুর মৃত্যু বেদনাদায়ক। এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। তাদের পারিবারিক ভাবে দাফন করা হয়েছে।
এ বিষয়ে পীরগাছা থানার পরিদর্শক (তদন্ত) নাহিদ হাসান বলেন, বিষয়টি আমরা শুনেছি। তবে দুর্ঘটনার স্থান আমাদের এলাকায় নয়। তাজহাট েেমেট্রাপলিটন থানা পুলিশ বিষয়টি দেখছেন।