ভোলার দৌলতখানে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সংগ্রাম, ঐতিহ্য ও সাফল্যের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। ২৭ আগস্ট রোববার বিকালে দৌলতখান উপজেলা অডিটোরিয়ামে প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আয়োজিত যুব সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক মশিউর রহমান লিটন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা জেলা বিএনপির সাবেক কার্যনির্বাহীর অন্যতম সদস্য ও দৈনিক খবরপত্র পত্রিকার সম্পাদক ব্যারিস্টার মারুফ ইব্রাহিম আকাশ।
দৌলতখান প্রেস ক্লাবের উপদেষ্টা ও দৈনিক খবরপত্র পত্রিকার নির্বাহী সম্পাদক আকবর হোসেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন তালুকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাজাহান সাজু, সহসভাপতি প্রভাষক নিজাম উদ্দিন ভূইয়া, সাংগঠনিক সম্পাদক মাহাবুব মোর্শেদ কুট্রি,
পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও ভবানীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম আজম পলিন, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবুল, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাসান সুমন, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্বাস উদ্দিন জাবেদ,
পৌর যুবদলের আহ্বায়ক আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক হাজী সেলিম প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব জহিরুল ইসলাম জহির।
এর আগে সকাল ৯ টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে প্রেস ক্লাবে জাতীয়তাবাদী যুবদলের রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি মারুফ ইব্রাহিম।
অনুষ্ঠানটির আয়োজনে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল, দৌলতখান উপজেলা ও পৌর শাখা, দৌলতখান।