বৃত্তির গ্যাজেট প্রকাশিত হওয়ার দুই বছর পরও বৃত্তির টাকা পাঁচ্ছে না সরাইলের ১৬ জন শিক্ষার্থী। না পাওয়ার কারণটাও আজ পর্যন্ত অজানাই তাদের কাছে। অসম্মানবোধ করছেন ওই শিক্ষার্থীরা। হতাশায় ভুগছেন অভিভাবকরা। উল্টো বিদ্যালয় কর্তৃপক্ষ বেতনসহ অন্যান্য পাওনা নিয়মিত আদায় করছেন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সদরের অন্নদা সরকারী উচ্চবিদ্যালয়ের বর্তমানে সপ্তম শ্রেণিতে অধ্যয়নরত ১৬ জন শিক্ষার্থী এই ঘটনার শিকার। তবে অতি সম্প্রতি বিদ্যালয়ের একটি সূত্র বলছেন আবেদনে রেজি: নম্বরের ডিজিট ভুলের কারণে এই সমস্যা হয়েছে।
ভুক্তভোগি শিক্ষার্থী, প্রাথমিক শিক্ষা অফিস ও অন্নদা স্কুল সূত্র জানায়, গত ২০২২ খ্রিষ্টাব্দে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সরাইল উপজেলায় মোট ১৩৬ জন শিক্ষার্থী বৃত্তি পায়। এরমধ্যে ট্যালেন্টপুলে ৮১ জন ও সাধারণ গ্রেডে ৫৫ জন। বৃত্তিপ্রাপ্ত ওই শিক্ষার্থীরা উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ট শ্রেণিতে ভর্তি হয়। ইতোমধ্যে প্রায় দুই বছর পরও ১২০ জন শিক্ষার্থী বৃত্তির টাকা পেলেও সরাইল সরকারী অন্নদা স্কুলে অধ্যায়নরত ১৬ শিক্ষার্থী আদৌ বৃত্তির টাকা পাঁচ্ছে না। অভিভাবকরা মাঝে মধ্যে দায়িত্বে নিয়োজিত শিক্ষকদের কাছে বৃত্তির টাকার বিষয়ে জানতে চাইলে বলেন, আবেদন করেছি অনেক আগে। কম্পিউটারে কেন জানি প্রসেসিং আসছে। বিষয়টি ঠিক বুঝতে পারছি না। একাধিক অভিভাবক ও শিক্ষার্থী জানায়, ভর্তি হওয়ার কিছুদিন পরই স্যাররা সকাল বাজার এলাকার একটি প্রাইভেট ব্যাংকে হিসাব খুলতে পাঠিয়েছেন। হিসাব খোলার পরের দিন স্যাররা বলেন এই ব্যাংকে অনলাইন নেই। তাড়াতাড়ি সকলে জনতা ব্যাংকে হিসাব খুল। তড়িঘড়ি করে জনতা ব্যাংকে হিসাব খুললাম। ২০২৩ খ্রিষ্টাব্দ পুরোটা গেল। ওই হিসাবে বৃত্তির টাকা আসছে না। শুরূ হলো ২০২৪ খ্রিষ্টাব্দ। অপেক্ষা করতে করতে ২০২৪ খ্রিষ্টাব্দও প্রায় শেষের দিকে। আজও ওই ১৬ জন শিক্ষার্থীর বৃত্তির টাকা আসছে না। অথচ অন্য বিদ্যালয়ে অধ্যয়নরত তাদের সহপাঠি শিক্ষার্থীরা ২০২৩ খ্রিষ্টাব্দ থেকেই বৃত্তির টাকা নিয়মিত পাঁচ্ছে। উল্টো বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে নিয়মিত মাসিক বেতন, পরীক্ষার ফি ও অন্যান্য খরচ আদায় করছেন নিয়মিত। দীর্ঘদিন পরও সন্তানের বৃত্তির টাকা না আসায় অনেকটা চিন্তিত ও হতাশ হয়ে পড়েছেন অভিভাবকরা। আর অসম্মান ও অপমানিত বোধ করছেন শিক্ষার্থীরা। বাধ্য হয়ে অভিভাবকরা বৃত্তির টাকা এখনো জমা না হওয়ার কারণ জানতে চাইলে দায়িত্বে নিয়োজিত শিক্ষকরা বলেন, যথাযথ পক্রিয়ায় আবেদন করেছি। আবেদনে কেন জানি এখনো প্রসেসিং-ই লেখা আসছে। এর কোন কারণ বুঝতে পারছি না। সরাইল পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, কালীকচ্ছ পাঠশালা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম মানিক ও অরূয়াইল বহুমূখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সাদী বলেন, আবেদনের পর একাধিকবার চেক করেছি। ভুল থাকলে দ্রƒত সংশোধন করেছি। কারণ এটা আমাদের দায়িত্ব। ২০২৩ সাল থেকে আমাদের শিক্ষার্থীরা বৃত্তির টাকা পাঁচ্ছে। সরকারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বেতন দেয়ার প্রশ্নই আসে না। বরং মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের বেতনও মওকুফ করা হয়। বেতনের ওই টাকা ফেরত দিতে বলেন। সরাইল অন্নদা সরকারী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম আবদুল্লাহ আবেদনে তথ্যগত ভুলের কারণে প্রায় দুই বছর পরও ১৬ শিক্ষার্থীর সরকারী বৃত্তির টাকা না পাওয়ার কথা স্বীকার করে বলেন, ২/৩ দিন আগে ভুল সংশোধন করে আসছি। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বেতন দিতে হয় না। এখন থেকে আর বেতন দিয়েন না। বেতন দিতে হবে কি হবে না এই বিষয়টি কী দায়িত্বে নিয়োজিত শিক্ষকরা ভালো জানেন নাকি অভিভাবকরা জানেন? এমন প্রশ্নের উত্তরে চুপসে যান প্রধান শিক্ষক। সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবা উল আলম ভূঁইয়া বলেন, সরকারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বেতন দিতে হয় না।