মাছ চুরির মামলায় রাজিব পুর ১নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও রাজিব পুর ইউনিয়ন পরিষদ ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ফরিজল হক(৫৬) কে গ্রেপ্তার করেছে রাজিব পুর থানা পুলিশ। তিনি ওই মামলার ৪ নম্বর আসামি।
রোববার ২টার দিকে রাজিব পুর থেকে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে অছিউদ জামান নামের এক ব্যবসায়ী গত ২০১৭ইং সালে ওই মামলাটি করেছিলেন।
এলাকা বাসীর অভিযোগ, তিনি দলের দাপট দেখিয়ে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের কোন ঠাসা করে রাখত। তাছাড়া তিনি বালিয়ামারী বর্ডার হাটের একজন বিক্রেতা হওয়ার কারণে বিজিবি ও কাস্টম অফিসারকে হেনেস্তা করতেও কুন্ঠা বোধ করতেন না।
উক্ত মামলায় সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক মেহেদী হাসান তারেক জেল খেটে জামিনে আছেন।
মামলায় ১১জন আসামি থাকলেও বেনামি আসামি রয়েছে অনেকেই।
গ্রেফতারের কথা নিশ্চিত করেছেন চর রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন।
তিনি জানান সোমবার ভোরে তাকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হবে।